পিনভেরিফাইড সাইট কিভাবে নিরাপদে কিনবেন এবং সিকিউরিটি দিবেন

পিনভেরিফাইড সাইট কিভাবে নিরাপদে কিনবেন এবং সিকিউরিটি দিবেন

বর্তমানে ওয়েবসাইট বাইসেল করার বিষয়টাতে সবচেয়ে বেশি যেই সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো, জিমেইল ব্যক নিয়ে নেওয়ার ঘটনা। 


এডমিন ডিল করার পরেও এই সমস্যাটা থেকেই যাচ্ছে। আজকের আর্টিকেলটিতে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

এডমিন ডিল

প্রথমেই মনে রাখা উচিত অনলাইনে সিকিউরিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর অনলাইনে কোন পণ্য কিনতে গিয়ে এই বিষয়টাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বর্তমানে। 

পিনভেরিফাইড সাইট বলতে কি বোঝায় ? 

সাধারণত যেসব সাইটে ব্যাংক যুক্ত করে পেমেন্ট নিয়ে আসা যায় সেই ধরনের সাইটকেই মুলত পিনভেরিফাইড সাইট বলা হয়। আবার যেসব সাইটে ১০ ডলারের বেশি থাকে এবং অ্যাড্রেস বা ঠিকানাতে পিন লেটার আসে এবং পরে ভেরিফাই করা হয়ে থাকে সেগুলোকে পিনভেরিফাইড সাইট বলে। 

কিভাবে নিরাপদ করে কিনবেন ?

এখন আসা যাক আসল বিষয়টাতে। সাধারণত জিমেইল নিয়েই মূল সমস্যা হয় সবার সাথে। জিমেইল ব্যক নিয়ে নেওয়া যেটা অনেক কমন একটি বিষয়। 


আমি নিচে কিছু স্টেপ বলে দেওয়ার চেষ্টা করছি যেগুলো সাধারণত মেনে চললেই আপনি জিমেইলটাকে নিরাপদে রাখতে পারবেন। 

(ক) প্রথমে যার ডিভাইস থেকে কিনবেন সেই ডিভাইস থেকেই আপনি রিকভারি ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে নিবেন। 

(খ) ২য় ধাপে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে টু-স্টেপ করে নিবেন। এবং পুরানো ডিভাইস থেকে লগআউট করে ডাটা ক্লিন করে নিন। 

(গ) ৩য় ধাপে আপনি আপনার ডিভাইস থেকে লগইন করুন। এবং কোড আসে কিনা বিষয়টা ভালোমত লক্ষ্য করুন। 


(গ) ৪র্থ ধাপে আপনি প্রাইমারি জিমেইল কিনা চেক করুন এবং জিমেইল এর নাম ও ঠিকানা আপনি আপনার মত করে পরিবর্তণ করে নিন। 

(ঘ) ৫ম ধাপে আপনি আপনার ডিভাইসে অনেক সময় থাকার পর পাওয়ার্ড পরিবর্তণ করবেন। শুরুতেই পাসওয়ার্ড পরিবর্তন করবেন না। 

(ঙ) ৬ষ্ঠ ধাপে আপনি আরও ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করুন এবং ফরগেট দিয়ে দেখুন কোড বা ফোন নাম্বারটা কার। যদি আপনার হয় তাহলে ওকে আছে সবকিছু। 


(চ) যদি আলাদা হয় তাহলে আপনি আরও বেশি সময় নিয়ে চেক করুন। মনে রাখবেন টাকা থাকলে আপনি আরও সাইট যে কোন সময় কিনতে পারবেন। 

এখন প্রশ্ন হলো, উপরের মত করে পরিবর্তণ করার পরেও যদি জিমেইল ব্যক নেয়। এরকম ঘটনাও ঘটেছে আগে। 

সেখানে যতটুকু বলা আছে তার সারাংশটা এরকম যে, আপনি প্রাইমারি মেইলটার মাধ্য আপনার ব্যাংক যুক্ত করে নিবেন এবং নতুন জিমেইলকে প্রাইমারি করে এই প্রাইমারি জিমেইলকে সেই সাইট বা গুগল অ্যাডসেন্স থেকে রিমুভ করে দিন। 

উপরের ধাপে না হলে আরও কিছু সিকিউরিটির বিষয় আছে। যেমন, 

(ক) উপরের লাইনের মত করে লেনদেন করুন। তাতে আপনি নিরাপদ বেশি অনুভব করবেন আশা করি। 


(খ) অ্যাপস অথেনটিকেশন দিয়ে রাখতে পারেন। যেখানে ডিভাইসে লগইন করতে গেলে কোড চাইবে এবং সেই কোড দিলেই কেবল অন হবে। 

(গ) আগের সবগুলো ডিভাইস থেকে লগআউট করতে হবে। তবে ব্যাংক যুক্ত করে প্রাইমারি মেইল চেঞ্জ করে রাখাটা সবচেয়ে নিরাপদ আমার কাছে মনে হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post