Technology নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেখার লিংকসমূহ
নিচের কিছু গুরুত্বপূর্ণ লিংক দেয়া হলো।
ফটোশপ এক্সপার্ট হতে চাইলে এই ৫০টি শর্টকাট জানতেই হবে!
১. Ctrl + A → পুরো ক্যানভাস নির্বাচন হবে।
৩. Ctrl + S → বর্তমান কাজ সংরক্ষণ করবে।
৪. Ctrl + Shift + S → নতুন নামে ফাইল সংরক্ষণ করবে।
৫. Ctrl + P → ফাইল প্রিন্ট করার অপশন আসবে।
৬. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে।
৭. Ctrl + Alt + Z → একাধিক ধাপ Undo করা যাবে।
৮. Ctrl + V → কপি/কাটা টেক্সট পেস্ট হবে।
৯. Ctrl + X → নির্বাচিত অংশ কেটে ফেলবে।
১০. Ctrl + C → নির্বাচিত অংশ কপি হবে।
১১. Ctrl + D → নির্বাচিত অংশ বাদ যাবে।
১২. Ctrl + N → নতুন ডকুমেন্ট তৈরি হবে।
১৩. Ctrl + T → নির্বাচিত অংশ Transform করা যাবে (আকার পরিবর্তন, ঘোরানো)।
১৪. Ctrl + J → নির্বাচিত লেয়ার ডুপ্লিকেট হবে।
১৫. Ctrl + E → একাধিক লেয়ার Merge হবে।
১৬. Ctrl + Shift + E → দৃশ্যমান সব লেয়ার একত্র হবে।
১৭. Ctrl + G → লেয়ার গ্রুপে রূপান্তর হবে।
১৮. Ctrl + Shift + G → গ্রুপ ভেঙে যাবে।
১৯. Ctrl + R → রুলার চালু/বন্ধ হবে।
২০. Ctrl + ; → গাইড লাইন দেখাবে/লুকাবে।
২১. Ctrl + ' → গ্রিড চালু/বন্ধ হবে।
২২. Ctrl + Alt + I → ইমেজ সাইজ পরিবর্তন হবে।
২৩. Ctrl + Alt + C → ক্যানভাস সাইজ পরিবর্তন হবে।
২৪. Ctrl + L → লেভেলস ডায়ালগ বক্স খুলবে (আলোক ঠিক করতে)।
২৫. Ctrl + M → কার্ভস অপশন চালু হবে (ডিটেইল আলোছায়া নিয়ন্ত্রণ)।
২৬. Ctrl + U → রঙ এবং উজ্জ্বলতা পরিবর্তন হবে।
২৭. Ctrl + O → বিদ্যমান ফাইল খুলবে।
২৮. Ctrl + Shift + U → ছবির রঙ ফিকে হবে (Desaturate)।
২৯. Ctrl + Shift + I → নির্বাচনকৃত অংশ বাদে বাকি অংশ সিলেক্ট হবে।
৩০. Ctrl + D → সিলেকশন বাদ দেওয়া যাবে।
৩১. Ctrl + H → সিলেকশন বর্ডার হাইড/শো হবে।
৩২. Ctrl + Shift + N → নতুন লেয়ার তৈরি হবে।
৩৩. Shift + Ctrl + Alt + E → দৃশ্যমান লেয়ারগুলো একত্রে নতুন লেয়ারে পরিণত হবে।
৩৪. Alt + Delete → ফরগ্রাউন্ড রঙে ভরাট হবে।
৩৫. Ctrl + Delete → ব্যাকগ্রাউন্ড রঙে ভরাট হবে।
৩৬. Tab → সব প্যানেল লুকিয়ে যাবে/ফিরে আসবে।
৩৭. F → স্ক্রিন মোড পরিবর্তন হবে (নরমাল, ফুলস্ক্রিন)।
৩৮. Spacebar (চেপে ধরে) → অস্থায়ী Hand Tool ব্যবহার করা যাবে।
৩৯. V → Move Tool চালু হবে।
৪০. M → Marquee Tool চালু হবে (আয়ত/বৃত্ত সিলেকশন)।
৪১. L → Lasso Tool চালু হবে (হাতে আঁকা সিলেকশন)।
৪২. W → Magic Wand Tool চালু হবে (একই রঙ নির্বাচন)।
৪৩. C → Crop Tool চালু হবে (ছবি কাটতে)।
৪৪. I → Eyedropper Tool চালু হবে (রঙ তুলতে)।
৪৫. B → Brush Tool চালু হবে (আঁকার জন্য)।
৪৬. E → Eraser Tool চালু হবে (মুছার জন্য)।
৪৭. S → Clone Stamp Tool চালু হবে (এক অংশ কপি করে অন্য অংশে বসাতে)।
৪৮. G → Gradient Tool চালু হবে (রঙের গ্রেডিয়েন্ট)।
৪৯. T → Text Tool চালু হবে (লেখা টাইপ করতে)।
৫০. Z → Zoom Tool চালু হবে (ছবি বড়/ছোট করে দেখতে)।
Lifeline it Training Institute পেজের নাম এখানে অনেক ভালো কিছু লিংক দেয়া আছে। যা আপনার টেকনোলজির জ্ঞানকে বাড়াবে।
পেজের লিংক = ক্লিক করুন এখানে (পেজের লিংক)
Post a Comment