ব্লগিং টিউটোরিয়াল এর প্রথম দিন বা পার্ট ১
আমি আজকে এখানে ব্লগিং শুরু করার প্রথম দিন নিয়ে আলোচনা করবো। আসলে আমি পুরো বিষয়টাকে একটা প্রজেক্ট এর মত করে করার চেষ্টা করবো এখানে।
আশা করবো সবাই সহজেই বুঝতে পারবেন। আর কোন সমস্যা থাকলে অবশ্যই Beginner Bloggers Forum BD এই গ্রুপে পোস্ট করে জানাবেন।
(ক) প্রথমে আমি ডোমেইন এর DNS সেট করি। আমি যেহেতু নেমচিপ বা Namecheap এর ডোমেইন ও হোস্টিং ব্যবহার করেছি তাই দ্রুতই DNS সেট হয়ে গেছে।
(খ) তারপর আমি হোস্টিং থেকে ডোমেইন যুক্ত করি এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। যদিও প্রথমে SSL সমস্যা করছি। তবে সচেতন থাকবেন SSL অনেক সময় ঠিকমত ওয়ার্ডপ্রেস ইনস্টল না করার কারণে সমস্যা করে থাকে।
(গ) তারপর আমি কিছু সময় অপেক্ষা করি। এবং WP তে লগইন করি। এবং সেখানে আমি প্রথমেই কিছু প্লাগইন ইনস্টল করি। নামগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি।
Plagnins Name:
(a) Classic Editor
(b) Contact Form 7
(c) LightSpeed Cache
(d) Quick AdSense
(e) Rank Math SEO PRO (Premium Plagin)
(f) Easy Table of Contents
উপরের প্লাগইন গুলোর মধ্যে শুধুমাত্র Rank Math টাই প্রিমিয়াম তাছাড়া সবগুলোই ফ্রিতে পাবেন। আপনি এই লিস্টটা দেখে দেখে ইনস্টল করে নিবেন।
(ঘ) তারপর আমি পেজগুলো করে ফেলি যদিও আমি প্রথমে পেজের নামগুলো করেছি। সেখানে পিকচার বসিয়ে দিয়েছি এবং বর্ননা আমি প্রথম দিনে করি নাই। পেজগুলোর নাম হলো,
About Us, Contact Us, Privacy Policy, Terms and Conditions, Disclaimer, Sitemap
যদিও সবগুলো দরকার নেই তারপরেও আমি সবগুলোই করেছি। আপনি প্রথমটা করতে পারেন। তবে সবগুলোই করবেন।
(ঙ) পিকচার তৈরি করার জন্য আমি ক্যানভা বা Canva এর ফ্রিটাই মেইলের সাথে যুক্ত করেছি। ক্যানভার আপনি পারসোনাল ব্লগ এর টা লগইন করে রাখতে পারেন এবং আমি লগো বানিয়েছি যার সাইজ 500*500 এবং আপনি 16 ঃ 9 এই অনুপাতটি ব্লগের ফিচার ইমেজ এর জন্য ব্যবহার করতে পারেন।
(চ) থিম হিসেবে আমি Higmag টা আপাতত নিয়েছি ফ্রিটা। তবে দুইটা ব্লগ করেছি অন্যটাতে অবশ্য আমি Engage Mag থিমটা ব্যবহার করেছি।
(ছ) থিম কাস্টোমাইজেশান করবেন একদম নরমাল করে। আমি উপরের টপ মেনুবারে পেজগুলো রাখছি এবং মেনুবারে ক্যাটাগোরি রাখছি। সাইটবারে প্রথমে পপুলার পোস্ট এবং তারপরে ক্যাটাগোরি যা কতটা পোস্টসহ সো করবে সেটিং করে রাখছি।
(ছ) দেখতে যেন সুন্দর মনে হয় সেভাবে আপনি নরমাল করেই সাজাবেন। ফুটারের দিকে আমি ব্লগের নামটা দিয়ে দিয়েছিলাম। ফ্রি থিমে যদিও বেশি কিছু করা যায় না তারপরেও যতটুকু যায় করবেন।
(জ) পিকচার এর জন্য ক্যানভা টা আমি বুকমার্ক করে রাখছি। এবং ইমেজ ওয়েবভার্সন করার জন্য আমি অনলাইনে ফ্রিতে সাইট ব্যবহার করবো। সেটাও একই ব্রাউজারে বুকমার্ক করে রাখছিলাম।
আরো পড়ুন >> ব্লগিং টিউটোরিয়াল এর ২য় দিন বা পার্ট ২
আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথম প্রকাশিত হয় ১৭ই ডিসেম্বর ২০২২ সাল
Post a Comment