WordPress Website বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেনার সময় কি কি দেখে কিনবেন ?

WordPress Website বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেনার সময় কি কি দেখে কিনবেন ?

বর্তমান সময়ে ওয়েবসাইট দুই ধরনের কেনা-বেচা হয় বিভিন্ন গ্রুপে। (ক) ব্লগার ও (খ) ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। 

ব্লগার সাইট এ হোস্টিং সমস্যা নেই বিধায় সমস্যা কম। আর ওয়ার্ডপ্রেস সাইট এ হোস্টিং থাকে তাই বাড়তি একটু চেক করে নিতে হবে। 

WordPress Website বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেনার সময় কি কি দেখে কিনবেন ?

একটা ওয়েবসাইট কেনার জন্য কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। যেমন, ডোমেইন কনন্ট্রোল প্যানেল, হোস্টিং কনন্ট্রোল প্যানেল এবং জিমেইল। 

জিমেইল এবং ডোমেইন এই দুইটাই সমস্যা হয় বেশি। তবে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ থাকে তারপরেও আপনি UpdraftPlus প্লাগইন ব্যবহার করে অটো ব্যাকআপ রাখতে পারবেন সহজেই। তাতে হোস্টিং একসিস সমস্যা হলেও আপনি অন্য হোস্টিং এ সহজেই আবার আপনার সাইট লাইভ করে নিতে পারবেন কম সময়েই। 

যাইহোক কেনার সময় কি কি দেখবেন সেগুলো নিয়েই মূলত আজকের আর্টিকেল। আমি এখানে আলোচনা করবো সেই বিষয়গুলো। 

কি কি চেক করে কিনবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট  ?

আসলে ব্লগার ও ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি প্রায় একই রকম। আপনি তারপরেও নিচের বিষয়গুলো বেশি লক্ষ্য রাখবেন। 

(ক) প্রথমেই জিমেইলটা যার থেকে কিনছেন তার ডিভাইস থেকে টুস্টেপ ভেরিফিকেশান ও রিকভারি মেইল সেট করে নিবেন। নাম্বার যদি পারে ফ্রেশ ব্যবহার করবেন। 

(খ) তারপর মেইল একসিস, ডোমেইন একসিস, হোস্টিং একসিস যদি দেয়, ওয়ার্ডপ্রেস লগইন একসিস গুলো সেলারের কাছ থেকে নিবেন। 

(গ) জিমেইল লগইন করে কোড আপনার নাম্বারে আসে কিনা চেক করে নিবেন। তারপর প্রাইমারি মেইল কিনা চেক করবেন। 

(১) সার্চ অপশান এ গিয়ে Google AdSense লিখে সার্চ করলে রেডি অ্যাডসেন্স এর একটা মেইল আসবে। সেটা দেখেও চেক করতে পারবেন প্রাইমারি মেইল কিনা। 

WordPress Website বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট

(২) উপরের পিকচারে অ্যাডসেন্স সেটিং থেকে চেক করে নিতে পারবেন। 

(৩) পিন ভেরিফাইড ওয়েবসাইট হলে ব্যাংক যুক্ত করার মাধ্যমেও আপনি প্রাইমারি মেইল চেক করে নিতে পারবেন। কারণ প্রাইমারি মেইল ছাড়া ইডিট করা যায় না কোনকিছু। 

(ঘ) এর পর আপনি নিজের মত করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন। ওয়ার্ডপ্রেস একসিস ও হোস্টিং যদি দেয় সেটাও চেঞ্জ করে নিবেন। 

(ঙ) ডোমেইন কন্ট্রোল প্যানেল এ গিয়ে একই ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন। তবে দেশীয় ওয়েবসাইট থেকে কেনা ডোমেইন হলে অনেক সময়ই সমস্যা ফেস করতে হতে পারে আপনাকে। কারণ এখানে পেমেন্ট ডকুমেন্ট দেখালেই ডোমেইন দিয়ে দেয় অনেক সাইট। আর ওনার চেঞ্জ করা নিয়ে কিছু সাইটে সমস্যাও আছে। 

(চ) পিনভেরিফাইড ওয়েবসাইট হলে যদি সেলারকে নিরাপদ না মনে হয় বা আপনার সন্দেহ মনে হয় তাহলে প্রাইমারি মেইলটা চেঞ্জ করে রাখতে পারেন সাময়িক সময়ের জন্য। আবার কয়েকদিন পর ইনভাইট দিয়ে প্রাইমারি বানাতে পারবেন। সিকিউরিটির জন্য কাজটা করতে পারেন আর না হলে মেইল সিউিউর করলেই হবে। 

(ছ) হোস্টিং না দিলে ব্যাকআপ নিতে হবে। আমি Updraft Plus প্লাগইন ব্যবহার করে ব্যাকআপ নিয়ে রাখি। যেটাতে অটোমেটিক ব্যাকআপ থাকে গুগল ড্রাইভে। 

কোন সময় হোস্টিং চেঞ্জ বা সমস্যা হলে আপনি সেই ব্যাকআপ থেকে আবার নতুন করে সাইট লাইভ করে নিতে পারবেন। তবে প্লাগইন দিয়ে কিভাবে করবেন সেটা ইউটিউবে সার্চ করে দেখে নিবেন। 

বি. দ্র. আরও কোন কিছু জানানোর মনে হলে কমেন্ট করে জানাবেন আমি পরে আপডেট করে ইডিট করে দেবো উপরের দিকে। 

আমাদের ফেসবুক গ্রুপে লিংক = Beginner Bloggers Forum BD ক্লিক করুন এখানে 

আমাদের জিমেইল = bloggersforumbd@gmail.com

ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে 

উপরের যে কোন একটি মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে রেসপন্স দ্রুত পাবেন কোন ধরনের সহযোগীতার জন্য। 

Post a Comment

Previous Post Next Post