গুগল অ্যাডসেন্স একাউন্টে ক্লিক কাউন্ট না হওয়ার কারণ ও সমাধান

গুগল অ্যাডসেন্স একাউন্টে ক্লিক কাউন্ট না হওয়ার কারণ ও সমাধান

বিষয়টা হয়তো সবাই ই অবগত। আমি বেশ কিছু কারণগুলো মধ্যে নিচের বিষয়গুলো খুজে পেয়েছি।

আগের থেকে বর্তমানে অনেক বেশি সমস্যা হচ্ছে গুগল অ্যাডসেন্স এ। ইদানিং অ্যাডসেন্স পেতেও সমস্যা পেতে হচ্ছে অনেককেই। আগের যদিও বিষয়টা নিয়মিত হলেও বর্তমানে অনেকটাই অনিয়মিত হয়ে গেছে গুগল অ্যাডসেন্স।

গুগল অ্যাডসেন্স একাউন্টে ক্লিক কাউন্ট না হওয়ার কারণ ও সমাধান

আসুন জেনে নেই সম্ভব্য কিছু কারণ যদিও আমার ব্যক্তিগত মতামত এগুলো।
(ক) ইনভ্যালিড ট্রাফিক ও ক্লিক।
(খ) যারা লোডিং করে তাদের সাথে সাথে হয়তো গনহারে বিডি সাইটগুলোর এরকম হয়েছে।
(গ) গত মাসের আপডেট অনুসারে হয়তো আইপি জনিত কোন ইস্যুও থাকতে পারে যেটার কারণে ভ্যালিড আইপি ছাড়া শেয়ার বা ব্লকলিস্টের আইপির ক্লিকগুলো যুক্ত হওয়ার পরে কেটে নিচ্ছে।


(ঘ) নিয়মিত সাইট আপডেট না রাখাও অন্যতম কারণ হতে পারে। অনেকেই সাইট থেকে আয় বাড়ানোর জন্য ইনভ্যালিড ক্লিক ও ট্রাফিক নেয় কিন্তু সাইটে নতুন পোস্ট দিয়ে আপডেট রাখেন না।

এখন আসল বিষয় হলো এর সমাধান কি ?

সঠিক কোন সমাধান আমার জানা নেই। তবে আগামী সেপ্টেম্বর এর আপডেট আসলে হয়তো সমাধান হতে পারে। আমি বেশ কয়েকজনের কাছ থেকে জানতেও চেয়েছিলাম বিষয়টা যদিও সবারই বিষয়টা নতুন এবং সমাধান অজানার মতই কিছুটা। তবে নিচের কাজগুলো পাশাপাশি করতে পারেন।


(ক) সাইটের থিম চেঞ্জ করে নেওয়া এবং পুরো সাইট নতুন করে কাস্টোমাইজেশন করা।
(খ) কোডগুলো সব নতুন করে জেনারেট করে বসানো এবং আগের কোডগুলো আর্কাইভ করে রাখা।
(গ) নিয়মিত পোস্ট করে সাইটটা আপডেট রাখা।


যদিও গুগলের বিষয়টা আসলে সঠিকভাবে জানা কঠিন। তবে আমাদের দেশের কিছু ফ্রিল্যান্সার ব্যাক্তিবর্গও কমবেশি এই বিষয়টার জন্য দায়ি। যারা জানে তারা সহ যারা জানে না তারা অপেশাদারভাবেই আয় করার চেষ্টা করে গুগল থেকে। যার অন্যতম একটা ফলাফল হলেও হতে পারে এই ধরনের গনহারে সমস্যাগুলো।
বি. দ্র. কারো কারণ ও সমাধান নিয়ে ভালো ধারণা থাকলে অবশ্যই জানাতে পারেন।

Post a Comment

Previous Post Next Post