গুগল অ্যাডসেন্স বা Google AdSense অপ্রুভের জন্য যে ১০টি বিষয় গুরুত্বপূর্ণ

গুগল অ্যাডসেন্স বা Google AdSense অপ্রুভের জন্য যে ১০টি বিষয় গুরুত্বপূর্ণ

আজকের আর্টিকেলের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো গুগল অ্যাডসেন্স এর গুরুত্বপূর্ণ কিছু বিষয়। যদিও এই বিষয়গুলো অভিজ্ঞতা বা নিয়ম এর মত। অর্থ্যৎ এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে গুগল অ্যাডসেন্স সাধারণত সহজেই পাওয়া যেতে পারে। 


তবে এগুলো ছাড়া পাওয়া যাবে না বিষয়টা এমন না। কারণ ইতোপূর্বে অনেক বারই দেখা হয়েছে যে, অনেক ভালো সাইট এ গুগল অ্যাডসেন্স অপ্রুভ দিচ্ছে না আবার অনেক কম ভালো সাইট দিয়ে দিচ্ছে। 

গুগল অ্যাডসেন্স বা Google AdSense অপ্রুভের জন্য যে ১০টি বিষয় গুরুত্বপূর্ণ

যাইহোক আমি এখানে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্ট উল্লেখ করবো। আশা করবো আপনাদের জন্য তথ্যগুলো অনেক উপকার হবে। 

১০টি বিষয় গুগল অ্যাডসেন্স এর জন্য 

এখানে আমি শুধুমাত্র ১০টি বিষয় যা অনেক গুরুত্বপূর্ণ অ্যাডসেন্স আবেদন করার আগে বা আপনার ওয়েবসাইট দ্রুত অ্যাডসেন্স অপ্রুভ করার জন্য।  

(১) ডোমেইন এর বয়স বা Domain Age

(২) ডোমেইন অথোরিটি বা Domain Authority 

(৩) ব্যাকলিংক বা Backlinks 

(৪) ইনডেক্স পেজ বা Indexed Pages 

(৫) গুরুত্বপূর্ণ পেজ বা Essential Pages 

(৬) ওয়েবসাইট এর ট্রাফিক বা Website Traffic 

(৭) ওয়েবসাইট এর স্পিড বা Website Speed 

(৮) মোবাইল স্পিড বা Mobile Friendly 

(৯) পেজ অথোরিটি বা Page Authority 

(১০) সিকিউরিটি বা HTTPS 

আমি এখানে এগুলো বিস্তারিত বলবো না। শুধুমাত্র নামগুলোই দিয়ে দিলাম। বিস্তারিত হয়তো সবাই ই বুঝতে পারবেন সহজেই। 


আসলে অনেক সময় এতগুলো নিয়ম না মেনে অ্যাডসেন্স অপ্রুভাল পাওয়া যায়। তবে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, আপনি হয়তো উপরের বিষয়গুলো দেখেন নাই অথচ অপ্রুভ হয়ে গেছে। 

বর্তমান সময়ে আপনি গুগল অ্যাডসেন্স অপ্রুভ পেতে গেলে অবশ্যই আপনাকে অনেক তথ্য ও ব্লগিং এর প্রাইমারি বিষয়গুলো জানতে হবে। 

Post a Comment

Previous Post Next Post