প্রফেশনাল লোগো ডিজাইনার হওয়ার রোড-ম্যাপ
আসসালামু আলাইকুম।
প্রফেশনাল লোগো ডিজাইনার হওয়ার রোড-ম্যাপঃ
স্টেপ-১ (কংক্রিট ডিসিশন)-
আমি ব্যান্ড ডিজাইন ই শিখবো, অন্য কোন কিছু শিখে মানুষ যদি দিনে লাখ টাকাও ইনকাম করে, সেদিকে চলে যাবো না, এই মেন্টালিটি রাখতে হবে।
স্টেপ -২ (টাইমলাইন সেট-আপ)-
আমাদের সেক্টরের নতুন সদশ্যগন বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থী বা চাকুরিজীবি হয়ে থাকেন, তাই আপনার ২৪ ঘন্টা সময়ের কোন ৩-৪ ঘন্টা ব্র্যান্ড ডিজাইন শিখতে ব্যয় করবেন তা নির্ধারন করতে হবে।
স্টেপ-৩ (ডিভাইস এন্ড ইনভায়ার্মেন্ট সেট-আপ)-
ব্র্যান্ড ডিজাইনের ম্যাক্সিমাম টাস্ক কমপ্লিট করতে বেশি দামী কম্পিউটার এর দরকার হয় না। বর্তমান বাজারে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে একটি কম্পিউটার বানালেই, আপনার কাজের জন্য সেটি যথেষ্ট হবে।
অন্যদিকে, কোথায় বসে কাজ করছেন সেটিও খুব গুরুত্বপূর্ন। চেষ্টা করবেন, আপনার বেডরুমে কাজ না করার (যদি সুযোগ থাকে), ঘুম বা বিশ্রামের যায়গা থেকে দূরে কাজ করলে লং টার্মে ভালো কিছু আশা করতে পারেন।
স্টেপ-৪
A (স্টাডি এন্ড প্র্যাকটিস-বেসিক)-
ক। ইউটিউবে এডবি ইলাস্টরেটর এন্ড ফোটোশপ ভালো ভাবে শিখে ফেলেন।
খ। লোগো সম্পর্কে ইউটিউবে থিউরিটিকাল যা কিছু আছে সব দেখে ফেলেন।
গ। কীভাবে ফন্ট আইডিন্টিফাই করতে হয়, মক-আপ নামানো এবং এর ব্যাবহার, কালার থিউরি, লোগো ডিজাইন প্রিন্সিপাল নিয়ে ইউটিউবে যা আছে দেখে ফেলেন ও প্র্যাকটিস করেন।
ঘ। ৯৯ডিজাইন এ একাউন্ট তৈরি করেন, এবং Recent Winners নামক অপশন থেকে আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, এমন ১০০ লোগো ডাউনলোড করুন।
ঙ। ডাউনলোড করা লোগো গুলো এডবি ইলাস্টরেটরে হুবুহু কপি করেন- লোগোতে যেই ফন্ট ব্যাবহার করা হয়েছে সেই ফন্ট গুলো What the font থেকে নামান ও কপি করা লোগোতে ব্যাবহার করুন- যেই মক-আপ
গুলো প্রেজেন্টেশনে ব্যাবহার করা হয়েছে, সেগুলোর মতই মক-আপ ব্যাবহার করবেন- লোগোর প্রেজেন্টেশন যেমন, তেমনই থাকবে।
এই স্টেপের মূল চ্যালেঞ্জঃ যেই লোগোর ছবি নামাবো, আমার ডিজাইন+প্রেজেন্টেশন ৯৫% মিলবে।
উপকারঃ টুলস, হায়ারার্কি, ডিজাইন এওয়ার্নেস, প্রেজেন্টেশন বুঝে যাবেন।
B (স্টাডি এন্ড প্র্যাকটিস-এডভান্স)-
ক। বেসিক স্কেচ এর অনেক ধারাবাহিক কোর্স পাওয়া যায় ইউটিউবে, সেখান থেকে বেসিক স্কেচ প্র্যাকটিস করুন।
খ। Grid Line ও Loomis Method লিখে ইউটিউবে সার্চ করুন ও স্কেচ এর এই দুইটি মেথড শিখে ফেলুন।
গ। Breaking Down Things Into Shapes লিখে ইউটিউবে সার্চ করুন এবং স্কেচ এর এই মেথড টি শিখে ফেলুন।
ঘ। মোটা পেজের ক্লিন খাতা কিনুন বেসিক স্কেচ প্র্যাকটিস শেখার জন্য, ডটেড পেপার কিনুন ও যেই ১০০ লোগো ৯৯ডিজাইন থেকে ডাউনলোড করেছেন সেগুলো ডটেড পেপারে আপনার শেখা বিভিন্ন স্কেচিং মেথডে স্কেচ করার চেষ্টা করুন।
C (স্টাডি এন্ড প্র্যাকটিস-প্রো লেভেল)
একটি ইউনিক লোগো তৈরি করার জন্য জনপ্রিয় ৩ টি মেথড রয়েছে।
ক। ১০=১ মেথড ( ১০ টি ডিজাইন দেখুন, ঐ ডিজাইন গুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে একটি ইউনিক লোগো বানানো হয়।
খ। কনসেপ্ট বাইপাসিং মেথড ( একটি এক্সসিস্টিং কনসেপ্ট কে ভিন্ন ভাবে চিন্তা করে ও সিমিলার শেপ ব্যাবহার করে একটি স্বতন্ত্র একটি কনসেপ্ট বানানো হয়।
গ। Inspired By Nature ( Breaking Down Things Into Shapes মেথড ব্যাবহার করে কোন ছবি থেকে ইন্সপায়ার হয়ে ঐ শেপ থেকে অবজেক্ট কে আউটলাইন করে, আউটলাইন ব্যাবহার করে লোগো বানানো হয়।
এই ৩ টি বিষয়ই তাত্ত্বিক বা প্র্যাকটিকাল। এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক কোন রিসোর্স আমি কোথাও খুজে পাই নি। সিনিয়র ও ফরেন ডিজাইনার দের থেকে গাইডলাইন, মেন্টরশিপ, কোর্স করেই শিখেছি।
এই বিষয়গুলো শেখাচ্ছে, এমন কাওকে পেলে অবশ্যই তার থেকে গাইডলাইন ও মেন্টরশিপ চাইবেন।
এই ৩ টি মেথড শেখার পর আপনার পরবর্তী ধাপ কনটেস্ট।
স্টেপ-৫ (কনটেস্ট)-
আপনি লোগো ডিজাইনের বেসিক- এডভান্স লেভেল এর বিষয়গুলো শিখেছেন। আপনি কতটুকু বুঝেছেন বা আপনার স্কিল কতটূতু ডেভলপ হয়েছে এবং আপনার লোগো ডিজাইন স্কিলসেট কে নেক্সট স্টেপে নেওয়ার জন্য Design Hill, Design crowd, 99Design এই ৩ টি ওয়েবসাইটের যেকোন ১ টি তে মনযোগ দিয়ে ৬ মাস কনটেস্ট করবেন, ডানে-বায়ে কোন কিছু ভাববেন না। কনটেস্ট ই করবেন, এটিই আপনাকে একজন দক্ষ লোগো ডিজাইনার হতে সাহায্য করবে।
কনটেস্ট করার সময় ৩ টি কথা মনে রাখবেন।
১। একসাথে ২ টি কনটেস্ট এর বেশি পার্টিসিপেট করবেন না।
২। যেই কনটেস্ট ই করেন, মিনিমাম ১০ টি ডিজাইন দেবেন।
৩। কনটেস্ট এর ওপেনিং থেকে উইনার, শুরু-শেষ পর্যন্ত কনটেস্ট এর পরিবর্তিত পরিস্থির উপর বেস করে ডিজাইন সাবমিট করবেন।
কনটেস্ট ট্রেন্ড ও ব্রিফ ফলো করে, আইকন, কালার, টাইপফেস, ও প্রেজেন্টেশন দেবেন।
৫ বছরের কাজের অভিজ্ঞতা ও ১ বছরের মেন্টরিং এর অভিজ্ঞতার আলোকে বলছি, আপনি যদি আমার দেয়া গাইডলাইন যথা আজ্ঞা পালন করেন, ইনশা আল্লাহ আপনি একজন প্রফেশনাল মানের লোগো ডিজাইনার হতে পারবেন।
এই আর্টিকেল, অনেক সময় ও ইফোর্ট নিয়ে বানানো শুধুমাত্র বাংলাদেশের ব্র্যান্ড ডিজাইনার কমিউনিটি কে ভালো কিছু কন্ট্রিবিউট করার জন্য তৈরি করা। আপনার যদি মনে হয়, এই আর্টিকেল আপনার ক্যারিয়ারে ১% ইমপ্যাক্ট ফেলতে পেরেছে, আর্টিকেল টি শেয়ার করুন।
ব্রান্ড ডিজাইন অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার পাথ। লোগো ডিজাইন হলো ব্র্যান্ড ডিজাইন বা আইডিন্টিটি ডিজাইনের ১ টি অংশ। আপনি ভালোভাবে লোগো ডিজাইন শিখতে পারলে ব্র্যান্ড ডিজাইনার হওয়ার প্রতিযোগীতার দৌড়ে এগিয়ে থাকবেন।
আপনারা আমার দেয়া গাইডলাইন অনুসরন করুন, ভালো কিছু হবে ইনশা আল্লাহ!
আল্লাহ আপনাদের মনের সকল নেক আশা পূরন করুন। আসসালামু আলাইকুম।
লেখক-
আব্দুল্লাহ আহমেদ,
ব্র্যান্ড ডিজাইনার
মূল পোস্ট লিংক = ক্লিক করুন এখানে (ফেসবুক এর লিংখ শেয়ার করা হয়েছে এখানে)
Post a Comment