Beginner Bloggers Forum BD গ্রুপে এডমিন ডিল বা Admin Deal এর নিয়ম

Bloggers Forum BD এডমিন ডিল এর নিয়ম

এডমিন ডিল বা Admin Deal বর্তমান সময়ে অনলাইনে লেনদেন করার জন্য অন্যতম একটি মাধ্যম। আমাদের গ্রুপে লাস্ট কয়েক মাস হলো এডমিন ডিল বিশ্বস্ততার সাথে করা হচ্ছে।

Beginner Bloggers Forum BD গ্রুপে আপনি যেভাবে এডমিন ডিল করবেন তার নিয়ম জেনে রাখা উচিত আপনাদের। তাই নিচে আমি নিয়মগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। 

 
Bloggers Forum BD


এডমিন ডিল এর নিয়ম 

নিচের এডমিন ডিলের বিস্তারিত নিয়মগুলো দেওয়া হলো। আশা করি এখানে সকল নিয়ম জানতে পারবেন। আর নিয়মগুলোর মধ্যে কোনটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন।

১. গ্রুপের মাধ্যমে ডিল করার জন্য আপনি গ্রুপ থেকে পণ্য নির্বাচন করবেন। এখানে যিনি সেল করবেন তাকে সেলার আর যিনি কিনবেন তাকে বায়ার বলা হয়ে থাকে।

২. সেলার এবং বায়ার উভয়ই নিজেরা কথা বলে ডিজিটাল পণ্যটির দাম নির্ধারণ করবেন। দাম নির্ধারণ করা হলে এডমিন কে নক করবেন এডমিন ডিল করে দেওয়ার জন্য।

৩. এডমিন অথবা আপনারা নিজেরাই একটু ম্যাসেজ্ঞার গ্রুপ তৈরি করবেন। সেখানে এডমিন হিসেবে গ্রুপের এডমিন প্যানেল থেকে Sinan & ডিজিটাল আইটি সেবা আইডিকে যুক্ত করবেন।

৪. এডমিন ডিল করার জন্য উপরের দুইটা আইডিরই অনুমতি আছে। তাই তাদের ব্যতীত ডিল করবেন না। এবং ডিল করার সময় গ্রুপের এডমিন প্যনেল থেকে আইডি ক্রস চেক করে নিবেন। গ্রুপের লিংক = Beginner Bloggers Forum BD

৫. প্রথমে এডমিন ডিল করার জন্য একটি ছোট করে নিয়ম এবং বিকাশ, নগদ, ব্যাংক, রকেট এসব নাম্বার দেবে বায়ারকে পেমেন্ট করে দেওয়ার জন্য। বায়ার পেমেন্ট করে সেই গ্রুপেই জানাবে এবং এডমিন সেলারকে একসিস দিতে বলবে।

৬. সেলার একসিস দিয়ে দিলে বায়ার সেটা চেক করে জানাবে। বায়ার কনফার্ম করলেই কেবল এডমিন সেলাকে পেমেন্ট করে দেবে। কোন সমস্যা হলে অবশ্যই বায়ার বা সেলার সেই গ্রুপে দ্রুতই ডিল চলাকালীন সময়ে জানাবে।

৭. ডিল শেষ হলে এবং টাকা দেওয়ার পর এডমিন এর দায়িত্ব শেষ। এ জন্য ডিজিটাল পণ্য টি দেখে কিনতে হবে আপনাকে যদি বায়ার হয়ে থাকেন।

৮. ডিল চার্জ সংক্রান্ত বিষয়ঃ- বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের ভাবে চার্জ রাখা হয়ে থাকে। আপনি ডিল করার সময় নিয়ম জেনে নিয়ে সেই অনুসারে চার্জ প্রদান করবেন। তবে অবশ্যই মনে রাখবেন প্রতারণা থেকে বাঁচতে এডমিন ডিল অনেক জরুরী বর্তমান সময়ে।

বি. দ্র. উপরের নিয়মগুলো আমাদের গ্রুপের জন্য তৈরি করা হলেও প্রায় সকল ডিলগুলো এমনটাই হয়ে থাকে। আশা করি সবাই বিসয়টা বুঝতে পারবেন।

ডিল ক্যানসেল এর নিয়ম জেনে রাখুন

(ক) ডিল ক্যানসেল করার সঠিক নিয়ম হলো ডিল শুরু করার ১-২ ঘন্টা। তবে ক্ষেত্রে বিশেষে সময় কমবেশি হতে পারে। যেমন, ইউটিউবের বা কোন সার্ভিস ডিল হলে সময় বেশি লাগতে পারে। তবে সাধারণত ক্যানসেল হতে পারে এরকম হলে দ্রুতই এডমিনকে জানানো উচিত। 

অন্যথায় এডমিন তার নিজের মত সিদ্ধান্ত দিলে সেটাই উভয়কেই মেনে নিতে হবে। কারণ এখানে এডমিন এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে নিয়ম না মানলে। 

(খ) সাধারণত ডিল ক্যানসেল হলে জমাকৃত টাকা থেকে চার্জ রাখা হবে। আর সেলার বা বায়ার যে কেউ চাইলেই ডিল ক্যানসেল করতে পারবে। কোন কারণে যদি বায়ারের টাকা দেওয়ার পর সেলার ডিল ক্যানসেল করে তাহলে ডিল চার্জ সেলারই বহন করবে। 

অথবা নিয়ম না মানলে সেই সেলারকে গ্রুপে লেনদেন না করানো সহ গ্রুপ থেকে রিমুভ করাসহ অন্যান্য গ্রুপেও বিষয়টা জানানো হবে যেন এরকম কাজ অন্য কোথাও না করতে পারে। কথা দিয়ে কথা রাখাটা অনেক জরুরী একটি বিষয়। 

দাম কমবেশির কারণে অনেক সময় সেলার ক্যানসেল করতে চায়। সেক্ষেত্রে ডিল চার্জ সেলারকেই বহন করতে হবে। 

ডিলের সময় ব্যাংক পরিবর্তন এর নিয়ম

ধরুন আপনি বিকাশে টাকা নিয়েছেন ডিলের সময় বায়ার থেকে। আর আপনি সেলার টাকা নিবেন ব্যাংকে বা নগদে। সেক্ষেত্রে আপনাকে এডমিন এর সাথে কথা বলে নিতে হবে। কারণ ক্ষেত্র বিশেষে ক্যাশআউট চার্জ রাখা হয়ে থাকে এই সময়। 

সাধারণত বিকাশে দিয়ে ব্যাংকে নিলে প্রতি হাজারে ক্যাশআউট ফি ১৮.৫০ টাকা করে কেটে রাখা হবে এবং নগদে দিয়ে ব্যাংকে নিলে প্রতি হাজারে ১২ টাকা করে কেটে রাখা হবে। 

এডমিন ডিল সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর

১. এডমিন ডিল সাধারণত কত সময় চলে বা কত সময় পর সেলারকে টাকা দেওয়া হবে ? 

উত্তরঃ- ওয়েবসাইট এর জন্য সাধারণত ২৪ ঘন্টা এবং ইউটিউব এর ক্ষেত্রে ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত ডিল চলমান থাকতে পারে। তবে বায়ার কনফার্ম করলে দ্রুতই বা সাথে সাথেই পেমেন্ট করে দেওয়া হবে। 

তবে প্রথম ডিল এবং পেমেন্ট এর নাম ও আইডির নাম ঠিক না হলে কমপক্ষে ২৪ ঘন্টা হোল্ড করে তারপর সেলারকে দেওয়া হবে তার দেওয়ার পেমেন্ট এর ভোটার আইডি কার্ড এর ফ্রন্ট পার্ট বা নাম, জন্মতারিখ ও আইডি নাম্বার জেনে নিয়ে। কারণ পরবর্তীতে কোন সমস্যা হলে যেন সেটার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিতে পারি। 

২. ডিল ক্যানসেল হলে ডিল চার্জ কে দিবে ? 

উত্তরঃ- সাধারণত ডিল ক্যানসেল হলে জমাকৃত টাকা থেকেই ডিল চার্জ রাখা হবে। বেশির ভাগ ক্ষেত্রেই বায়ার ডিল ক্যানসেল করে থাকে তাই জমাকৃত থেকেই রাখা হয় চার্জটা। 

তবে বিষয়টা যদি এমন হয় যে, বায়ারের কাছে একসিস আছে কোন আর সেলার দাম বাড়ার জন্য ক্যানসেল করবে ডিলটা। তাহলে সেলারকে পরিশোধ করতে হবে ডিল চার্জ। 

শেষ কথা এডমিন ডিল সম্পর্কে 

বর্তমানে প্রতারণা অনেক বেশি হয় বিধায় এডমিন ডিল করার সময় বায়ার এবং সেলার উভয়কেই সতর্ক থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হলো নিজে সচেতন হওয়া। আশা করি আামাদের গ্রুপের মাধ্যমে ডিল করার কারণে আপনি অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এবং একটি বিশ্বস্ত প্লাটফরম পাবেন।

আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় অক্টোম্বর ২০২২ 

আর্টিকেলটি ২য় আপডেট করে প্রকাশিত হয় ১৪ই জানুয়ারী ২০২৩ 

শেষ আপডেট করা হয় ১০ই জুন ২০২৩ সাল 

Post a Comment

Previous Post Next Post