Add Limit বা অ্যাডলিমিট বা গুগল অ্যাডসেন্স লিমিট হওয়ার কারণ ও সমাধান
বর্তমান সময়ের অন্যতম একটি সমস্যা হলো এটা বা গুগল অ্যাডলিমিট। যারা নিয়মিত কাজ করেন তাদের এই সমস্যাটা ইদানিং বেশি দেখা যাচ্ছে।
আমি আজকের আর্টিকেলটিতে সামান্য কিছু কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এখানে। আশা করবো সবাই বুঝতে পারবেন।
আমি প্রথমে আলোচনা করবো কেন অ্যাডলিমিট হয় ? তারপর কেন উঠতে চায় না আর কত সময় লাগে এবং সবশেষে থাকবে কিভাবে লিমিট উঠাবেন তা নিয়ে আলোচনা।
হয়তো আর্টিকেলটির আরো একটি পার্ট তৈরি করতে হতে পারে যদি বড় হয়ে যায় তখন। দেখা যাক কত টুকু হয় আর্টিকেলটি।
গুগল অ্যাডসেন্স লিমিট না উঠার কারণ ?
অনেকগুলো কারণ রয়েছে তবে আমি মেজর কিছু কারণ নিচে দিয়ে দিচ্ছি। আশা করবো আপনারা এই কারণগুলো থেকে বুঝতে পারবেন।
(ক) না উঠার অন্যতম কারণ অপ্রুভের এর সময় যেই কনটেন্ট ছিল তা ডিলিট করে ফেলা। অনেকেই কাজটা সিপিসি বাড়ানোর জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজটা করে থাকেন। তবে এটা অন্যতম কারণ দ্রুত না উঠার বা অ্যাডলিমিট না উঠার।
প্রথম প্রকাশিত হয় ১ই মে ২০২৩ সাল
Post a Comment