Google AdSense বা গুগল অ্যাডসেন্স এর নতুন আপডেট সম্পর্কে জেনে রাখুন
Google AdSense বা গুগল অ্যাডসেন্স মাঝে মাঝে তাদের পলিসির মধ্যে আপডেট নিয়ে আসে। কখনও পোস্ট Rank নিয়ে আপডেট আসে আবার কখনও Google AdSense বা গুগল অ্যাডসেন্স এর মধ্যেই নিয়ে আসে।
যার ফলে অনেক সময় ওয়েবসাইটে ট্রাফিকের সমস্যা সহ নানা ধরনের সমস্যা তৈরি হতে দেখা যায়। বছরে প্রায় ৩-৫ বারের মত গুগল আপডেট করে থাকে। তবে দীর্ঘ দিনের ওয়েবসাইটগুলো অনেক সময় দেখা যায় ট্রাফিকের কমবেশি হয়ে যায়।
আবারও নতুন করে এসইও করলে তা আগের মত হয়ে যায় কিছুদিনের মধ্যেই। তবে গত ২৬ই জুনের আপডেট টা একটু অন্য রকমের মনে হয়েছে আমার কাছে।
কারণ এখানে কথাটা লিখা হয়েছে "We've Update our Ads Platform Polities And Google Publisher Policies" অর্থ্যৎ গুগল তার অ্যাডস প্লাটফরম এবং পাবলিার পলিসির মধ্যে চেঞ্জ এনেছে।
কোন কোন বিষয় উঠে এসেছে নতুন আপডেটে
আমি হাতে গোনা কয়েকটি বিষয়ে দেখতে পেয়েছি নতুন আডেটে উঠে আসার। আসলে আমরা অনেক সময় অন্যান্য আপডেটগুলো না পড়লেও Google AdSense বা গুগল অ্যাডসেন্স এর এই ধরনের মেইলগুলো দেখে থাকি।
.
তবে নতুন বা আমি যেসব বিষয়গুলো লক্ষ্য করেছি তা নিচে পয়েন্ট করে উল্লেখ করছি। আশা করবো সবাই সহজেই বুঝতে পারবেন।
.
(ক) নতুন গুগল পলিসি সম্পর্কে আপনাকে জানানো হচ্ছে। প্রথম লাইনেই বিষয়টা বলেছে গুগল এই মেইলের মাধ্যমে।
.
(খ) গুগল অ্যাডসেন্স এর অখন্ডতা ও ইকোসিস্টেম নিয়ে আপডেট করেছে। অর্থ্যৎ কোন ভিজিটর কেন আপনার সাইটে আসবে এবং কেনই ক্লিক করবে বিষয়টা ডিটেক্ট করা হবে। বিষয়টাকে সহজেই বোঝার জন্য একটা উদাহারণ দেই,
ধরুন আপনি বাংলায় একটি পোস্ট বা আর্টিকেল লিখেছেন। অথচ ভিজিটর আসছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে। অথচ আমেরিকার ভাষা ইংরেজী। আসছে ভালো কথা এসেই আবার ক্লিক করেছে অথচ আপনার সাইটে আমেরিকা থেকে তেমন কোন আইপি বা ভিজিটরই আসে না।
.
এই বিষয়টাকেই গুগল এখন থেকে মনিটর করবে। অর্থ্যৎ একটা আইপি থেকে ক্লিক আসছে আর সেই আইপিটা কি ভ্যালিড আইপি নাকি ইনভ্যালিড আইপি তা ডিটেক্ট করবে। আইপিটা কি সামান্য সময় অন থাকে নাকি দীর্ঘ সময় অন থাকে। আমরা সবাই জানি রেসিডেনশিয়াল আইপি গুলো অল টাইম রানিং থাকে বাট ডেটা সেন্টার ও বিভিন্ন ধরনে আইপিগুলোর পোর্ট চেঞ্জ করে করে অন রাখা হয়। গুগল এই বিষয়টাকে এখন থেকে মনিটর এর মধ্যে রাখবে এরকম ধরনেরই ইঙ্গিত দিয়েছে মেইলের মাধ্যমে।
.
(গ) গুগল অ্যাডসেন্স এ অ্যাডস ক্যাম্পেইনের সময় যেসব আইপিগুলো থেকে ক্লিক আসে সেগুলো এনালাইসিস করবে গুগল। উদাহারণ দিলে বিষয়টাকে আরও সহজ হবে হয়তো যেমন, একটা অ্যাডস আছে যেটাকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সকল ডিটেলস দেওয়া হয়েছে।
আর সেই ইউনির্ভারসিটিই অ্যাডস বা ক্যাম্পেইনটা রান করেছে। যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে যে, যেই তথ্যগুলো দিয়ে ক্লিক আসছে সেটাতে কাউকে পাওয়া যায় নাই বা যোগাযোগ করে নাই।
তখন সেই ধরনের ক্লিকগুলোর ডলার যুক্ত হলেও পরে তা ইনভ্যালিড দেখিয়ে কেটে নেওয়া হবে যদি সেই অ্যাডস বা ক্যাম্পেইন থেকে কোন ধরনের রিপোর্ট আসে। আর এরকম ক্যাম্পেইন এর রিপোর্ট এর কারণেই বর্তমান আপডেটটা আসছে বলে আমি মনে করি।
(ঘ) অনেকেই মনে করতে পারেন যে, আপডেটের কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না। যারা সঠিকভাবে কাজ করে তাদের জন্য বরং সুবিধা হয়েছে। কারণ যারা লোডিং নিয়ে কাজ করতো তারা হয় এই আপডেটের কারণে ক্ষতিগ্রস্থ বা পদ্ধতি চেঞ্জ করবে তবে যারা সঠিকভাবে এসইও করে আয় করতো তাদের জন্য আপডেটটা সুবিধার।
নতুন আপডেট নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
.
প্রশ্নঃ-৩ = কোন কোন দেশ এই আডেটের কারণে ক্ষতিগ্রস্থ হবে ?
.
উত্তরঃ- সাধারণভাবে ধরা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের মত দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। কারণ হিসেবে বলা যায় এইসব দেশগুলো নিশ দেশের ভাষায় কনটেন্ট লিখে অন্য দেশের ক্লিক ব্যবহার করে আয় করতো। তবে অন্যান্য দেশও তাদের পলিসি বা পদ্ধতি পরিবর্তন করবে। যদিও অন্যান্য দেশের লিগ্যাল আর্নিংটাও অনেকটাই বেশি আমাদের দেশগুলো থেকে।
.
আমি যতটুকু মনে করি পাকিস্তান ও বাংলাদেশ থেকে যেই পরিমাণ লোডিং করা হয় তা ভারত থেকে করা হয় না। যদিও বর্তমানে বাড়তেছে তবে এই আপডেটটার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের সবচেয়ে বেশি প্রভাবিত করবে। আর যারা লোডিং এর মাধ্যমে আয় করতো সেই সব দেশ বা সেই সব লোকগুলোই মুলত বেশি ক্ষতিগ্রস্থ হবে।
.
প্রশ্নঃ-২ = এই আপডেটের কারণে কি লোডিং করা বন্ধ হয়ে যাবে ?
.
উত্তরঃ- আসলে বন্ধ হবে কিনা এটা বলা যাবে না। তবে অনেকাংশ কমে যাবে নতুন কোন পদ্ধতি তৈরি করার আগ পর্যন্ত। অর্থ্যৎ অনেকেই সবকিছু হারাবে আবার অনেকেই হারানোর পর শিখবে তবে নতুন করে কাজ করার মত ব্যালান্স পাবে না এবং ভয় চলে আসতে পারে তাদের মধ্যে।
প্রশ্নঃ-১ = নতুন Google AdSense বা গুগল অ্যাডসেন্স এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে কারা বা কোন গ্রুপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ?
.
উত্তরঃ- যারা অনৈতিকভাবে ডলার আয় করতো তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। অর্থ্যৎ যারা ইচ্ছাকৃত ক্লিক + লোডিং এর সাথে যুক্ত ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে।
.
আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ১ই জুলাই ২০২৩
Post a Comment