এডমিন ডিলে প্রতারণা এড়াতে বায়ার ও সেলার যেসব বিষয় লক্ষ্য রাখবেন

এডমিন ডিলে প্রতারণা এড়াতে বায়ার ও সেলার যেসব বিষয় লক্ষ্য রাখবেন

Beginner Bloggers Forum BD গ্রুপটিতে নিয়মিই লেনদেন বা এডমিন ডিল করানো হয়। যার মাধ্যমে অনলাইনে একটি বিশ্বস্ত সার্কেল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 

অনেকেই নতুন আবার অনেকেই অনলাইনকে বিশ্বাস করেন না তাদের জন্যই মুলত বিষয়টা। এখানে আপনি নিরাপদে লেনদেন করার জন্য অবশ্যই কিছু বিষয় জানতে হবে। 

Beginner Bloggers Forum BD

আর সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের পোস্ট। আশা করবো একজন বায়ার এবং একজন সেলার হিসেবে আপনি কোন কোন বিষয়গুলোকে মূল্যায়ন করবেন তা সহজেই জানতে পারবেন পোস্টটির মাধ্যমে। 

এডমিন ডিলে প্রতারণা এড়াতে বায়ার ও সেলার যেসব বিষয় লক্ষ্য রাখবেন

*
অবশ্যই আগের রিভিও গুলো এবং এডমিন আইডির সাথে কথা বলে নিবেন। ফিজিক্যাল ঠিকানা থাকলে ভেরিফাই করে নিতে পারেন আগেই। তাতে নিয়মিত লেনদেন করতে সুবিধা হবে।
*

প্রথমেই বায়ার যা দেখবেন


(ক) এডমিন আইডিটা Beginner Bloggers Forum BD গ্রুপের এডমিন আইডি কিনা বা যেই গ্রুপে করবেন সেটার।

(খ) সেলারের ডিভাইস থেকেই চেঞ্জ করে নিবেন নাম্বার ও রিকভারি মেইল। Two-Step ও করে নিবেন সেলারের ডিভাইস থেকে।

(গ) তারপর সকল একসিস নিয়ে নিজের ডিভাইসে লগইন করে প্রথমেই মেইল এর পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন।

(ঘ) কোড চেক করে নিবেন লগইন করার সময় যে, কোন নাম্বারে যায়। তারপর অন্যান্য একসিস চেক করবেন।

(ঙ) প্রাইমারি মেইল কিনা সেটা অ্যাডসেন্স এর মেইল এবং অ্যাডসেন্স একাউন্ট থেকে চেক করে নিবেন। এবং আরও এডমিন মেইল আছে কিনা সেটাও চেক করে নিবেন।

(চ) ডোমেইন এর একসিস টা চেক করে নিবেন এবং পিন ভেরিফাইড হলে ব্যাংক যুক্ত করে নিবেন সাথে সাথেই। প্রাইমারি মেইল না হলে আপনি চেঞ্জ করতে পারবেন না তাই সাথে সাথেই সব করে নিতে পারেন।

(ছ) ডিল কনফার্ম করার আগে আবারও চেক করে নিবেন। সেলার আইডি সম্পর্কে আরও জেনে নিয়ে ডিল কনফার্ম করতে পারেন। অথবা এডমিন এর পরামর্শ নিয়ে ডিল শেষ করতে পারেন।

সেলার যেসব বিষয় দেখবেন


এডমিন ডিল করার সময় সেলারের দেখার বিষয় কম। শুধূ এডমিন আইডিটা ঠিকঠাক মত চেক করতে পারলেই হলো। 

কারণ বায়ার ও এডমিন একই আইডি হলে যতই চেক করে দিন শেষে প্রতারিত হবেন ই ১০০%। আর তাই অপরিচিত এডমিন দ্বারা ডিল করা থেকে বিরত থাকার পরামর্শ দেবো আমি।

প্রয়োজনে আপনি পরিচিত এডমিন এর গ্রুপে বায়ারকে এনে যথেস্ট সময় দিবেন এবং চেক করতে বলবেন। আর বায়ারের প্রয়োজন হলে অবশ্যই ‍বুঝবে।

বর্তমানে এডমিন ডিল করে এরকম গ্রুপের সংখ্যা হাতে গোনা তাই এই বিষয়টাতে আপনার যথেস্ট পরিশ্রম করতে হবে না আশা করি। যেসব বায়ার আপনার কথাতে রাজি হবে না সেগুলোকে সময় দেন চেক করতে কিছুটা।

যথেস্ট বড় হয়ে যাবে আরও লিখলে। আশা করবো মৌলিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদিও যারা গ্রুপে নিয়মিত লেনদেন করেন তারা এসব জানেনই। 

আর বর্তমানে প্রতারণার বিষয়টাতে আশা করবো গ্রুপের সবাই ই সচেতন আছেন। যে কোন সমস্যার জন্য ডিজিটাল আইটি সেবা আইডিতে ম্যাসেজ করতে পারবেন যে কোন সময়। আমাদের টিম মেম্বার আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করবে ইনশাআল্লাহ। 

Post a Comment

Previous Post Next Post