অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তাগুলো যেভাবে নিশ্চিত করবেন জেনে রাখুন

অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তাগুলো যেভাবে নিশ্চিত করবেন জেনে রাখুন

আমরা অনেকেই অনলাইন ব্যবহার করি তবে ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অবগত নই। অথচ এই অনলাইন ব্যবহার করেই আমাদের সকল তথ্য চুরি করা থেকে আমাদের ব্যক্তিগত পছন্দ ও অপছন্দগুলো চলে যাচ্ছে অন্যদের হাতে। 


আমরা অনলাইনে কোন তথ্য শেয়ার করলে তা অন্যরাও দেখে থাকে তাই এমন কোন তথ্য শেয়ার করবো না যেটা আমার নিজের ক্ষতির কারণ হয়ে দাড়াই। 

ডিজিটাল আইটি সেবা

অনলাইনের প্রতি আকর্ষণ বাড়তেছে দিনদিন তাই নিজেদের নিরাপত্তার বিষয়টাও নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন যারা অনলাইনে লেনদেন বা যে কোন ধরনের কাজ করেন বিভিন্ন মার্কেপ্লেসে। 


(ক) পারসোনাল মেইল ও বিজনেস মেইল আলাদা রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের মেইলটা এমন রাখবেন যেন এদমই অপরিচিত আর কোথাও শেয়ার না থাকে। 
.
(খ) গুরুত্বপূর্ণ মেইলগুলো টু-স্টেপ ভেরিফিকেশান অন রাখবেন এবং রিকভারি মেইল ও নাম্বার অবশ্যই যুক্ত রাখবেন। 
.
(গ) মাঝে মাঝে সিকিউরিটি চেক করবেন এবং মেইল চেক করার সময় লিংকে বা বিভিন্ন প্রমোশনাল অফার লিংকে ভুলেও ক্লিক করবেন না। অবশ্যই জেনেবুঝে ক্লিক করবেন। ফিসিং লিংকগুলো আপনার মেইল হ্যাক করার কাজে বেশির ভাগ সময় ব্যবহার করে থাকে প্রতারকচক্ররা। 


(ঘ) গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও লিংকগুলো মেইল বা গুগল ড্রাইভে রাখলে সেই মেইলটা আলাদা মেইলে রাখবেন অথবা নোটপ্যাডে সেভ রাখবেন। 
.
(ঙ) পারসোনাল পিসি দিয়ে গনহারে ব্যবহার করার মত কাজ করবেন না। অর্থ্যৎ কাজের পিসিতে শুধু কাজই করবেন। একাধিক ডিভাইস শুধুমাত্র নিরাপত্তার জন্যই ব্যবহার করা উচিত। 


(চ) ইনবক্স, নাম্বারে কল থেকে শুরু করে কখনই কোথাও কোন লিংকে ক্লিক করবেন না। কোড এর বিষয় হলো অবশ্যই জেনে বুঝে শেয়ার করবেন অথবা স্ক্রিনশর্ট চাইবেন। 
.
(ছ) পারসোনাল বিভিন্ন ইস্যুগুলো যদি পারেন Whats App এর মাধ্যমে কথোপকোথন করবেন ফেইসবুক বা ম্যাসেঞ্জার দিয়ে না করে। 
.
(জ) কম পরিচিত বা বেশি পরিচিত ব্যক্তিদেরকেও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না অনলাইনের মাধ্যমে। প্রয়োজনে দেখা করে কথা বলে শেয়ার করবেন। কারণ অনলাইনে আপনি যা শেয়ার করেন তা আরেকজন দেখে থাকে। 
.
উপরের বিষয়গুলো ছাড়াও আরও কোন বিষয় থেকে থাকলে আপনি কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে যুক্ত করে দেবো। আসলে নিজেদের নিরাপত্তার বিষয়গুলো নিজেদেরকেই নিশ্চিত রাখতে হবে। যতটুকু না জানলেই নয় ততটুকু জানা অবশ্যই জরুরী। 

Post a Comment

Previous Post Next Post