Freelancing বা ফ্রিল্যান্সিং শুরু করার ৫টি সহজ ও কার্যকরী ধাপ

Freelancing বা ফ্রিল্যান্সিং শুরু করার ৫টি সহজ ও কার্যকরী ধাপ

বর্তমান সময়ে টেন্ড্রিং একটি বিষয়ে হয়ে গিয়েছে Freelancing বা ফ্রিল্যান্সিং। আমরা সবাই ই কমবেশি জানি কিন্তু কার্যকরী ধাপগুলো সম্পর্কে খুব কমই জানি। 


অনেকেই নতুন না জেনেই এই লাইনে আসতে চান। আসলে আমাদেরকে আগে জানতে হবে এবং বুঝতে হবে তারপর আসতে হবে তাহলেই আমরা আগাতে পারবো। 

Freelancing বা ফ্রিল্যান্সিং শুরু করার ৫টি সহজ ও কার্যকরী ধাপ

আজকের আলোচ্য বিষয় থাকবে Freelancing বা ফ্রিল্যান্সিং শেখার ধাপ। আমি এখানে সহজ ৫টি ধাপ নিয়ে বলবো আশা করবো এইগুলো অনুসরণ করতে পারলেই আপনি Freelancing বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারবেন। 

৫টি সহজ ও কার্যকরী ধাপ


ধাপ ১: ভালোভাবে একটি স্কিল আয়ত্ব করা।

ধাপ ২: কাজ সংক্রান্ত এক্কটি পোর্টফলিও তৈরি করা।

ধাপ ৩: মার্কেটপ্লেসে একাউন্ট খোলা ও প্রফাইল আপডেট করা।

ধাপ ৪: ইন্টারন্যাশনাল পেমেন্ট গ্রহণের একটি সিস্টেম।

ধাপ ৫: স্কিল অনুযায়ী Gig তৈরি করুন এবং ইউনিক Proposal Letter লিখুন। 

উপরের ৫টি ধাপের মাধ্যমে আমরা Freelancing বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো। আর এই ধাপগুলোর বিস্তারিত তথ্যগুলো জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন। 

ভিডিওটি দেখার জন্য = ক্লিক করুন এখানে   

উপরের লিংকটিতে ক্লিক করলে আপনি ফ্রিল্যান্সিং কী ? কীভাবে, কোন উপায়ে এবং কোন মার্কেটপ্লেস থেকে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত ? 

কোন স্কিলের মাধ্যমে আয়ের সুযোগ কেমন? এই প্রতিটি প্রশ্নের উত্তরের পাশাপাশি ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতেই আমরা নিয়ে এসেছি এই কোর্সটি !
'Freelancing এর হাতেখড়ি' কোর্সের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবো 'ফ্রিল্যান্সিং শুরু করার ৫টি সহজ ও কার্যকরী ধাপ ?' নিয়ে। 

ভিডিওটি 10 Minute School ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। যদি সময় পায় আমি নিজেই বিস্তারিত লিখে জানাবো। 

প্রথম প্রকাশিত ৩ই জুলাই ২০২৩ সাল 

Post a Comment

Previous Post Next Post