Beginner Bloggers Forum BD এডমিন ডিল চার্জ কত টাকা
এডমিন ডিল চার্জ এর বিষয় নিয়ে অনেকেই জানতে চান বা প্রশ্ন করে থাকেন। তাদের জ্ঞাতার্থেই এই পোস্ট টি লিখা।
উপরের লিংকটি থেকে আপনি এডমিন ডিল এর নিয়ম সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন আশা করি।
Beginner Bloggers Forum BD এডমিন ডিল চার্জ কত টাকা হবে এবং কিভাবে নির্ধারণ হবে এবং ডিল চার্জ কে দিবে সেটা জানার জন্যই মূলত পোস্টটা।
ডিল চার্জ সংক্রান্ত বিষয়
যদিও ডিল চার্জ নিয়ে আগে কখনও পোস্ট করা হয় নাই। তবে আপাতত এটা নিয়ে জানানো হচ্ছে। অনেকেই বিষয়টা নিয়ে হয়তো বিব্রত বা জানেন না।
(ক) ৯ হাজার টাকা পর্যন্ত ১০০ টাকা এবং ১৯ হাজার টাকা পর্যন্ত ২০০ টাকা। এভাবে ২৯ হাজার পর্যন্ত ৩০০ টাকা হিসেবে চার্জ রাখা হবে শুধুমাত্র ওয়েবসাইট এর ডিলগুলোতে। অন্য ডিল না করানোর জন্য এটাই জানানো হলো।
(খ) কম টাকার ডিলগুলো সাধারণত কম আসে। তবে ১০০-৫০০ এরকম হলে অনেক সময় ফ্রি বা বিকাশের ১০ টাকা চার্জ রাখা হয়। অনেক সময় চার্জ হিসেবে বাড়তি ১০ টাকা রাখা হয়।
(গ) সার্ভিস এর ডিলগুলো আলাদা। কারণ সেখানে সময় থাকে। তবে আনুমানিক একটা ধারণা পাবেন উপর থেকে।
*
বি. দ্র. বিকাশে সেন্ড মানি ফি কাটে সবারই জানা এবং ব্যাংকেও কাটে। ডিল করাতে সময় দিতে হয়। আর বর্তমানে কেউ ই ফ্রিতে করাই না আমার জানা মতে।
তবে কারো কাছে বেশি মনে হলে ফিজিক্যাল বা বিকল্প লেনদেন করার অনুরোধ। যদিও নতুন কোন আপডেট দেওয়া পর্যন্ত আমি এভাবেই ডিল গুলো করাবো।
ডিল ফি বাড়ানো হলে পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে গ্রুপে বা এই পোস্টটিতে ইডিট করে।
Post a Comment