বারবার Low Value বা লো ভ্যালু আসলে করণীয় ৫টি বিষয়

বারবার Low Value বা লো ভ্যালু আসলে করণীয় ৫টি বিষয়

সমস্যাটা নতুন না অনেক পুরানো তবে ইদানিং অনেকেই সমস্যাটা বেশি ফেস করছেন। তাদের জন্যই মুলত আলোচনা করা।


উপরের লিংকটিতে বেশ কিছু কারণ ও সমাধানের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও উপরের লিংকটির পোস্টটা অনেক আগের। তবে বর্তমানে আমি মাত্র ৫টি বিষয় এখানে আলোচনা করার চেষ্টা করেছি।

বারবার Low Value বা লো ভ্যালু আসলে করণীয় ৫টি বিষয়

যাদের সাইটে অনেক বার লো ভ্যালু আসছে তারা নিচের কয়েকটি বিষয় লক্ষ্য করে আবার আবেদন করুন:


ক) সবার আগে থিম পরিবর্তন করে লগো পরিবর্তন করুন। প্রয়োজনে ফ্রি থিম ব্যবহার করুন।
খ) যেসব পেজ তৈরি করেছেন সেগুলো একটু আপডেট করুন এভাবে পেজগুলোতে আপনার সাইট সম্পকেই যেন থাকে সেটা নিশ্চিত করুন।
গ) পোস্টগুলোতে ইন্টারনাল ও এক্সটারনাল লিংক চেক করুন। এবং কীওয়ার্ড চেক করুন। প্রয়োজনে সার্চ কনসোল ও এনালাইটিক্স চেক করে দেখুন কোন কোন কীওয়ার্ড এ ভিজিটর আগে। সেগুলো দিয়ে ইন্টারনাল লিংক করে আরও কিছু পোস্ট করুন।
ঘ) নতুন পোস্টগুলো কমপক্ষে ৭০০ ওয়ার্ড এর করুন এবং প্রথম ১৫০ শব্দের মধ্যে একটা ইন্টারনাল ও একটা এক্সটারনাল লিংক করুন।
ঙ) সাইটের ব্যাকগ্রাউন্ডে একটা পেজ তৈরি করে পোস্টগুলো কমবেশি শেয়ার করুন এবং পেজে ডোমেইনটা যুক্ত করুন। এতে ভিজিটর আসার দরদার নেই তবে সামাজিক মাধ্যমে শেয়ার হবে। চাইলে টুইটারসহ আরও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাজটা করতে পারেন।
তারপর আবেদন করেন। তবে লক্ষ্য রাখবেন সবগুলো ক্যাটাগোরিতে কমপেক্ষে ৫-৬টি করে যেন পোস্ট থাকে। আর নিশ নিয়ে বা একই নিশের সাইট হলে সবচেয়ে ভালো হয়। মাল্টি হলে বেশি পোস্ট রাখা জরুরী।
বি. দ্র. বিষয়গুলো নিজের অভিজ্ঞতা থেকে বলা তবে আমার মনে হয় এসব বিষয়গুলো জরুরী একটা সাইট ঠিকঠাক মত যোগ্য করার জন্য।
*
প্রথম প্রকাশিত হয় ২৭ই জুন ২০২৩ সাল

Post a Comment

Previous Post Next Post