Hosting Transfer One Hosting Company To Another Company
আজকের আর্টিকেল এর মূল বিষয় হলো, হোস্টিং ট্রান্সফার করা। আপনি একটা সাইট কিনলেন বা একটা হোস্টিং কম্পানি থেকে অন্য একটা হোস্টিং কম্পানিতে হোস্টিং ট্রান্সফার করবেন সেই বিষয়টা নিয়ে।
আমরা বর্তমানে অনেকেই ওয়েবসাইট কিনি এবং হোস্টিংটা দ্রুতই ট্রান্সফার করতে হয়। সেই বিষয়টাই এই আর্টিকেল এর মূল বিষয়।
হোস্টিং ট্রান্সফার পদ্ধতি ১
এই পর্যায়ে ছোট সাইজের ওয়েবসাইটগুলো কিভাবে সহজেই ট্রান্সফার করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে।
আমরা অনেক সময় ৫০টি কনটেন্ট এবং ১০০ টি কনটেন্ট এর ওয়েবসাইট ট্রান্সফার করার জন্য এই পদ্ধতিটি বেশি ব্যবহার করে থাকি।
(ক) All in One (খ) Updraft এই দুইটা প্লাগইন দিয়ে আমরা সহজেই হোস্টিং এর ফুল একসিস ট্রান্সফার করে নিতে পারি।
পুরো পদ্ধতিটি অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়ে করতে পারেন।
হোস্টিং ট্রান্সফার পদ্ধতি ২
ম্যানুয়াল ব্যাকাপ আমার কাছে ঈজি এবং কমফোর্ট লাগে প্লাগিন দিয়ে ব্যাকাপের পরিবর্তে। প্লাগিন দিয়ে ব্যাকাপ করলে উভয় সাইটে সেই প্লাগিন ইনস্টল থাকতে হবে। অনেক সময় ফ্রি ভার্সনে ঝামেলাও হয়। ম্যানুয়াল ব্যাকাপ ই আমার কাছে বেটার।
ম্যানুয়াল ব্যাকাপ এর কয়েকটি ধাপ আছে।
(ক) ডাইরেক্টরি ব্যাকাপ।
(খ) ওল্ড ডাটাবেইজ ব্যকাপ।
(গ) নিউ ডাটাবেইজ ক্রিয়েট।
(ঘ) নিউ ডাটাবেইজ কানেক্ট ওয়ার্ডপ্রেসের সাথে (wp-config.php)
(ঙ) ওল্ড ব্যাকাপ আপলোড।
(চ) ডাটাবেইজ ইমপোর্ট।
(ছ) সাইট ইউ আর এল চেক (php My Admin - wp_options)
(ঝ) দুটি ভিন্ন ডোমেন হলে এটা ইমপোর্টেন্ট।
(ঞ) সর্বশেষ পার্মালিংক সেভ চেঞ্জেস করা।
সতর্কতা: ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল দেয়া যাবে না। প্রিভিয়াস ডাটাবেইজ সাক্সেসফুলি ইমপোর্ট হতে হবে। সি প্যানেলের কোন লিমিটের কারণে ডাটাবেজ ইমপোর্ট প্রপারলি না হলে সবগুলো ডিলেট করে পূনরায় ইমপোর্ট করতে হবে।
একাধিক ওয়েবসাইট থাকলে একটু সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। একটার ডাটাবেজ অন্যটায় যেন না চলে যায়।
আরো পড়ুন >> হোস্টিং ট্রান্সফার পুরো পদ্ধতি জেনে নিন।
আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ৪ই মে ২০২৩ সাল
Post a Comment