Beginner Bloggers Forum BD গ্রুপ ভালো না মন্দ তা সম্পর্কে জানবেন কিভাবে ?

গ্রুপ ভালো না মন্দ তা সম্পর্কে জানবেন কিভাবে ? 

Beginner Bloggers Forum BD গ্রুপ ভালো না মন্দ তা সম্পর্কে জানবেন কিভাবে ? সেই বিষয়টা নিয়েই আমাদের আজকের আর্টিকেল। 

Beginner Bloggers Forum BD

সাধারণত লেনদেন বা একটা গ্রুপকে বিশ্বাস করার জন্য আপনি নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। যেমন, 

(ক) গ্রুপটি কি ধরনের এবং পোস্টগুলো কি ধরনের জেনে নিন। 

(খ) এডমিন লিস্ট চেক করুন এবং এডমিন আইডিগুলো চেক করুন। আইডির পোস্ট ও আইডির তথ্য দেখলেই ভালো মন্দ অনেকাংশই ধারণা পাওয়া যায় সহজেই কিছুটা। 

(গ) গ্রুপে পোস্ট করেছে এরকম ৫-১০টি আপনার কাছে ভালো মনে হয় আইডিকে ইনবক্স করে প্রশ্ন করুন গ্রুপটি সম্পর্কে। হয়তো ১০ জনের মধ্যে ৫ জন রিপ্লাই করবে এবং তাদের কথার সাথে গ্রুপের আপডেট পোস্টগুলো রিচেক করুন। 

(ঘ) গ্রুপে লেনদেন করতে হয় তাদের ফিজিক্যাল কোন ঠিকানা বা ফিজিক্যাল যোগাযোগ করা হয় বা করেছে এরকম কাউকে জিজ্ঞেস করুন লেনদেন বিষয়ে। 

বি. দ্র. নিজের মত করে চেক করুন। একটা গ্রুপে আপনি হয়তো আজকে ৫ হাজার টাকা লেনদেন করবেন। কিন্তু নিয়মিত বা অন্যদেরকেও আপনি রেফার করতে পারবেন যদি ভালো গ্রুপ পেয়ে যান। তাই অবশ্যই চেক করেই লেনদেন করবেন বর্তমানের গ্রুপগুলোতে। 

Post a Comment

Previous Post Next Post