ফেসবুক আইডি নিরাপদ রাখার চেষ্টা করুন নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে

ফেসবুক আইডি নিরাপদ রাখার চেষ্টা করুন নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে

ফেসবুক যদিও আমাদের থেকে মূল্যবান সময় নিয়ে নিচ্ছে তারপরেও আমাদের উচিত এটার ব্যবহারে যথেস্ট সতর্কতা অবলম্বন করা। 


উপরের লিংকটির মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স মনিটাইজেশন নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন আশা করি। 

ফেসবুক আইডি নিরাপদ রাখার চেষ্টা করুন নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে

আমি নিচে সংগ্রহ করা কিছু তথ্য তুলে ধরবো আশা করবো সবারই উপকার হবে। 

১। নিজের সঠিক তথ্য ব্যবহার করুন: ফেসবুক আইডিতে আপনার বাস্তব নাম ব্যবহার করুন। আজগুবি নাম এড়িয়ে চলতে হবে। ফেসবুক ফেক তথ্য দিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করা সাপোর্ট করে না।
/
২। লগ-ইন: বিভিন্ন সময় অন্য কারো ডিভাইসে ফেসবুক আইডি লগ-ইন করার প্রয়োজন হয়। কাজ শেষে অনেকেই লগআউট করতে ভুলে যায়। এতে আইডির সুরক্ষা নষ্ট হতে পারে। অন্য ডিভাইসের লগ-ইনে ভুলেও পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করবেন না। ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড বের করা খুব সহজ ব্যাপার।
/
৩। লিংক ভিজিট: লোভনীয় লিংক ভিজিট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওইখানে ইমেইল/নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড চলে যাবে। সুতরাং আইডি সুরক্ষিত রাখতে অজানা লিংকে ভিজিট থেকে বিরত থাকুন।


৪। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন: টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে কেউ ফেসবুক আইডিতে লগইন করলে আপনার নাম্বারে/ইমেইলে একটি কোড আসবে। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও লগইন করতে পারবে না। তাই এই নিয়ম চালু রাখুন।
*
৫। কঠিন স্তরের পাসওয়ার্ড ব্যবহার করুন: দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে আইডি ক্ষতির মুখে নিজেরাই রেখে থাকি। তাই নিজের নাম, জন্ম তারিখ, রোল দিয়ে পাসওয়ার্ড রাখবেন না। কঠিন পাসওয়ার্ড রাখুন।


৬। পাসওয়ার্ড শেয়ার: কারো সাথে নিজের ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। এতে করে আইডির সুরক্ষা বাড়বে।
*
৭। অপরিচিত বন্ধু না রাখা: ফেসবুকে আমরা আমাদের নিজেদের তথ্য শেয়ার করে থাকি। অনেক সময় ভুল করে ফেসবুকের বন্ধুর তালিকায় আমরা অপরিচিত ব্যক্তিদের যুক্ত করে থাকি। এতে আপনার আইডি নিরাপত্তাহীনতায় থাকে। তাই অপরিচিত বন্ধু বানানো থেকে দূরে থাকুন।

Post a Comment

Previous Post Next Post