ডিজিটাল আইটি সেবা এর ফেইক আইডিগুলো কিভাবে রিপোর্ট করবেন জেনে নিন
এখানে আমি কিভাবে সঠিক পদ্ধতিতে রিপোর্ট করা যায় তা নিয়ে আলোচনা করবো। অনেকেই সঠিক পদ্ধতি জানে না বিধায় ফেইক আইডিগুলো নষ্ট হয় না।
এখানে সঠিক পদ্ধতি স্ক্রিনশর্ট দিয়ে দেখানো হবে। আশা করবো আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে একটা আইডির বিরুদ্ধে সঠিকভাবে রিপোর্ট করতে হয়।
প্রথম পিকচার
প্রথমেই আপনি সেই ফেইক আইডিটার URL এ যাবেন। তারপর পিকচারে দেখানো তীর চিহ্নে ক্লিক করবেন। যদিও রিপোর্ট এভাবে করতে হয় সবাই ই জানে। তবে পোস্ট আলাদা কিছু জিনিস দেখানো হবে।
২য় পিকচার
২য় ধাপে আপনি তীর চিহ্ন দেওয়াটাতে ক্লিক করবেন। সাধারণত আমরা এই জায়গাতে এসে ভুলটা করি। যার কারণে দেখা যায় অনেক রিপোর্ট হয় তারপরেও আইডিটা নষ্ট হয় না।
৩য় পিকচার
আপনি যদি নিজের ফেইক আইডির বিরুদ্ধে নিজেই রিপোর্ট করতে চান তাহলে Me তে ক্লিক করবেন। আর যদি আরেকজনের হয় তাহলে নিচেরটাতে ক্লিক করবেন। অবশ্যই আইডিটা আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে।
৪র্থ পিকচার
এই ধাপে আপনি যেই আইডিকে রক্ষা করার জন্য রিপোর্ট করছেন সেটার নাম লিখবেন। এবং কনফার্ম হবেন তারপর নিচের তীর চিহ্ন দেখানো ভাবে রিপোর্ট কমপ্লিট করবেন।
উপরের দেখানো আইডিতে ক্লিক করার পর নিচের পিকচারটির মত করে সেন্ড এ ক্লিক করবেন। তারপর যা করতে হবে নিচে পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে।
Pretending to be someone বিষয়টা ফেইসবুক কমিউনিটির কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে রিপোর্ট করলে অনেক বেশি কার্যকরী হয়ে থাকে।
৭ম পিকচার
Pretending to be someone এর শেষ ধাপ এটা। এখানে আপনি Done লিখলেই মুল আইডির মালিকের কাছে একটা মেইল যাবে। আর এই মেইলটা অনেক গুরুত্বপূর্ণ। এভাবে কোন আইডির বিরুদ্ধে বা কোন আইডিকে Pretending করলে অনেক দ্রুত কার্যকর হয়।
আশা করবো উপরে মোট ৭টি পিকচারের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে রিপোর্ট করবেন। আশা করবো যে কোন সময় যে কোন আইডিকে রক্ষা করার জন্য এভাবে রিপোর্ট করবেন তাহলে দ্রুত এবং ভালোমত কার্যকর হবে।
প্রথম প্রকাশিত হয় ২৭ই জুন ২০২৩ সাল
Post a Comment