কোন গ্রুপ ভালো না মন্দ চেনার উপায় জেনে রাখুন
অনলাইনে কাজ করতে হলে আপনাকে একটা সার্কেল তৈরি করতেই হবে। একা একা অনলাইনে কাজ করতে পারবেন না।
এখন আসল বিষয় লেনদেন বা যে কোন প্রয়োজনে কোন গ্রুপ ভালো আর কোনটা মন্দ তা চিনবেন কিভাবে ? সেটার জন্য কিছু পদ্ধতি বলি হয়তো বুঝতে পারবেন। যেমন,
ক) গ্রুপটা কতদিন আগের তা আপনি গ্রুপের হিজটোরি দেখলেই পাবেন। যদি অনেক আগের হয় তাহলে প্রথম ধাপ শেষ।
খ) এখন গ্রুপের পোস্টগুলো কেমন ? আর যারা পোস্ট করে বা কমেন্ট করে বা লাইক দেয় তাদের আইডিগুলো কেমন চেক করবেন।
গ) এরকম কিছু আইডি নিয়ে চেক করবেন কতদিন আগে যুক্ত হয়েছে গ্রুপে। তারপর তাদেরকে নক করবেন এবং তাদের করা কমেন্ট বা পোস্ট সম্পর্কে জানতে চাইবেন।
ঘ) তারপর গ্রুপটা কেমন বা গ্রুপে লেনদেন করা যায় কিনা সেসব তথ্য জানবেন। তারপর আপনি গ্রুপের এডমিন লিস্ট থেকে এডমিনকে নক করে বিস্তারিত শেয়ার করতে পারবেন।
ঙ) শুরুতে আপনি ছোট ছোট লেনদেন করবেন। আর যখন বিশ্বাস অর্জন হবে তখন আপনি নিজে এবং অন্যকেও রেফার করবেন। কারণ ভালো মাধ্যম বের করা একটু সময় সাপেক্ষ্য তবে অন্যরাও যেন উপকৃত হয় সেটার জন্যই রেফার করবেন।
উপরের ৫টি ধাপের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন কোন গ্রুপটা ভালো আর কোনটা মন্দ।
Post a Comment