সতর্কতামুলক পোস্ট এডমিন ডিল বা যে কোন ওয়েবসাইট কেনার ক্ষেত্রে

সতর্কতামুলক পোস্ট এডমিন ডিল বা যে কোন ওয়েবসাইট কেনার ক্ষেত্রে

সতর্কতামূলক পোষ্ট গুলো একটু সময় নিয়ে পড়ার উচিত সবারই। হয়তো এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। 


বর্তমানে অনলাইনের লেনদেনগুলো অনেকটাই কঠিন হয়ে গেছে। আপনি কোন ভাবেই প্রতারণা এড়াতে পারবেন না নিজে নিজে সচেতন হওয়া ছাড়া। 

Beginner Bloggers Forum BD


এক লোক আমার কাছে সাইট বিক্রি করার কথা বলে। আমাকে এডসেন্স একাউন্টের মেইল দেয়।  তবে এটা Admin একাউন্ট না। তাড়াহুড়ো করে টাকা নিতে চায়। 

আমার রকভারি মেইল ও ফোন নাম্বার ও এড করে দেয়। আমি যখন দেখতে পেলাম এটা এডমিন বা প্রাইমারি একাউন্ট না তখনই এই লোককে আমি বলি আমি এটা নেব না। 

তখন এই লোককে আমি বলি আপনার মেইল রিকভারি করেন।আমি কোড দিয়ে সহযোগিতা করতেছি।
উনি কোন কোড ছাড়াই রিকভার করে ফেলে। 


সুতরাং,  যারা ওয়েবসাইট কিনেন,  দয়াকরে ভাল করে চেক করে নেবেন।  যেগুলো লক্ষ করবেনঃ

🔍 যে এডসেন্স মেইল দিয়েছে সেটা প্রাইমারি মেইল কিনা ?

🔍 যে মেইল দিয়েছে সেটা এডসেন্স এডমিন কিনা ?
🔍 যে মেইল দিয়েছে সেই এডসেন্স মেইল দিয়ে User Management করতে পারছেন কিনা ?

ডোমেইনের ক্ষেত্রে যেসব জিনিস লক্ষ রাখতে হবেঃ


বাংলাদেশি কোম্পানির ডোমেইন হলে, ওই কোম্পানিতে আপনার নিজস্ব মেইল দিয়ে একাউন্ট করে নিবেন।  তারপর আপনার মেইলে সেই ডোমেইন ট্রান্সফার করে নিবেন। 

সব কিছু বুঝে পাবার পর রিভিউ করবেন ৫ মিনিট সময় নিয়ে। কি চেক করবেন ?

এডসেন্স মেইল Forgot Password করবেন। এবং দেখবেন আপনার মেইল ছাড়া অন্য মেইল দিয়ে রিকভার করা যাচ্ছে কিনা ?

যদি অন্য মেইল দিয়ে রিকভার করা  যায় তাহলে আপনি সম্পূর্ণ রিস্কের মধ্যে । সেটি থেকে বাঁচার জন্য আপনার এডসেন্স একাউন্ট আপনার অন্য মেইলে ট্রান্সফার করে ফেলুন ১ সপ্তাহের জন্য।  এবং প্রাইমারি মেইল এডসেন্স থেকে ডিলেট করে ফেলুন।


এক সপ্তাহ পর আবার প্রাইমারি মেইলের সাথে আপনার এডসেন্স একাউন্ট কানেক্ট করুন। 
ধন্যবাদ সবাইকে। 

যতক্ষন পর্যন্ত এসব জিনিস বুঝে না পাবেন ততক্ষন পর্যন্ত পেমেন্ট করবেন না।

Post a Comment

Previous Post Next Post