Beginner Bloggers Forum BD গ্রুপে এডমিন ডিল সংক্রান্ত আপডেট

Beginner Bloggers Forum BD গ্রুপে এডমিন ডিল সংক্রান্ত আপডেট

এডমিন ডিল করার বা করানোর অন্যতম কারণ হলো নিরাপদ লেনদেন। আর নিরাপদ লেনদেন করার জন্য কিছু আপডেট নিয়মিতই করানো হয়। 

আজকেও কিছু ছোট ছোট বিষয় জানানো হচ্ছে। 

ডিজিটাল আইটি সেবা


গ্রুপে কিছু আইডি আছে যারা পরিচিত আর কিছু নতুন এবং কোন লেনদেন করেন নাই। 

তাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, আগামী দিন থেকে সন্দেহজনক ওয়েবসাইট ডিলগুলো কমপক্ষে ২৪ ঘন্টা স্থায়ী করা হবে। 

বিশেষ করে যাদের আইডি ও পেমেন্ট করা বিকাশ বা ব্যাংকের নামের মিল নেই তাদের ক্ষেত্রে বিষয়গুলো বেশি পর্যবেক্ষণ করা হবে। তবে নিয়মিত লেনদেন করতে নিচের বিষয়গুলো লক্ষ্য করুণঃ

(ক) ফেইসবুক আইডি ও ব্যাংক বা পেমেন্ট একসিস নামের যেন মিল থাকে। 

(খ) বিকল্প আইডি ব্যবহার করলে অবশ্যই এডমিনকে জানিয়ে রাখতে হবে ডিল শুরু করার আগেই। 

(গ) ডিল শুরু করার পর থেকেই টাকা প্রয়োজন এমন বিষয়গুলো অবশ্যই আগে থেকে জানিয়ে রাখতে হবে অথবা পরবর্তীতে ডিলটা ক্যানসেল করা হবে। 

বি. দ্র. নিরাপদ লেনদেন করার জন্য আরও ছোট ছোট কিছু বিষয় যুক্ত করার থাকে অবশ্যই জানাবেন এবং আমিও জানিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তীতে। 

Post a Comment

Previous Post Next Post