গুগল অ্যাডসেন্স চেকার বা Google AdSense আগে পেয়েছে কিনা চেক করার উপায়
কোন ডোমেইন গুগলের কাছে সমস্যার কিনা বা আপনি কোন ডোমেইন এর অ্যাডসেন্স সমস্যা কিনা চেক করতে পারবেন এই আর্টিকেলটিতে দেওয়া লিংকে চেক করার মাধ্যমে মাধ্যমে।
এটাকে গুগল অ্যাডসেন্স চেকার বলা হয়। আসলে এই ওয়েবসাইটটা মূলত পুরানো ডোমেইন কেনার জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে।
নতুন কোন ডোমেইন যদি আগে কেনা থেকে থাকে আর সেটাতে গুগল এর রিজেক্ট আছে কিনা তা চেক করার জন্যই মূলত এই ওয়েবসাইটটা।
আসলে আমরা অনেকেই জানি না কিভাবে ডোমেইন কেনার সময় চেক করবো। আর কোন ধরনের ডোমেইন ভালো বা পুরানো ডোমেইনটা গুগল রিজেক্ট কিনা এসব তথ্য।
আশা করবো আপনাদের সমস্যার সমাধান হবে। আমি শুধুমাত্র ওয়েবসাইট এর নাম দিয়ে দেবো। চেক করা অনেক সহজ জাস্ট ওয়েবসাইট বা ডোমেইনটার নাম বসিয়ে দিবেন তাহলেই হবে।
গুগল অ্যাডসেন্স চেকার এর ওয়েবসাইট ১
AdSense Eligibility Checker এর মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন সহজেই। তবে এখানে শতকরা কত সেটা সো করে।
ওয়েবসাইটা দেখার জন্য = ক্লিক করুন এখানে
ওয়েবসাইটটাতে যেতে উপরের লিংকে ক্লিক করুন অথবা আমি নিচে পিকচারের মধ্যে লিংক দিয়ে দেবো। তবে URL সঠিক না হলে বুঝতে পারবেন না।
চিত্র = ১
চিত্র = ২
আমি এখানে মূল সাইটের এর URL দিয়ে দিলাম লাল লিখা বা বক্স এর মাধ্যমে। উপরে দেওয়া লিংকটিতেও ক্লিক করতে পারবেন আবার এখান থেকে টাইপ করে নিয়েও দেখতে পারবেন।
চিত্র = ৩
এখানে ডোমেইন এর বয়স কত এবং কি ধরনের সাইট সেই সব তথ্য শেয়ার করেছে। আপনি আপনার ডোমেইন এর বয়স দেখে নিতে পারবেন এখানে থেকে।
চিত্র = ৪
চিত্র = ৫
এই চিত্রটির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে, গুগল অ্যাপ্রুভ করার সম্ভবনা কত % আসলে এই ওয়েবসাইটার মাধ্যমে আপনি এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন।
গুগল অ্যাডসেন্স চেকার বা Google AdSense পাবে কিনা চেক করার উপায় নিয়ে আমি এই আর্টিকেলে দুইটা লিংক দিয়েছি। তবে আপনি উপরের লিংকটা দেখে নিতে পারেন। আমার মনে হয় ২য়টা সঠিক তথ্য দেয় না।
গুগল অ্যাডসেন্স চেকার এর ওয়েবসাইট ২
AdSense Checker বা অ্যাডসেন্স চেকার এর মাধ্যমে আপনি সহজেই চেক করে নিতে পারবেন যে, ডোমেইনটাতে আগে কোন অ্যাডসেন্স বা কোন প্রবলেম ছিল কিনা।
চেক করা জন্য = Adsense Checker বা ক্লিক করুন এখানে
কিভাবে চেক করবেন আর ওয়েবসাইটটার ইন্টারফেস কেমন তা দেখুন নিচের দুইটা চিত্রের মাধ্যমে।
উপরের যেই ফাকা স্থান সেখানে আপনি ডোমেইনটার নাম দিবেন। কপিপেস্ট করে দিলেই হবে, কোন কিছু ইডিট করতে হবে না।
উপরে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। প্রথম অ্যারো চিহ্নটা ওয়েবসাইট এর নাম। যেটা আমি উপরে লিংক করে দিয়েছি।
আর নিচের অ্যারো চিহ্নটাতে দেখুন লিখা আছে Not Banned গুগল অ্যাডসেন্স। তার মানে আমি আমার সাইটটাতে আবেদন করলে পাবো এমন বিষয়টা।
আমি এখানে আমার এই ওয়েবসাইটটাই চেক করেছি। অন্যগুলো আপনি নিজে চেক করে দেখতে পারেন। তবে আশা করবো ওয়েবসাইটার মাধ্যমে নতুন ডোমেইন কেনার সময় উপকার পাবেন বিশেষ করে পুরানো ডোমেইন কেনার সময় চেক করে নিতে পারবেন।
আমাদের ফেসবুক গ্রুপে লিংক = Beginner Bloggers Forum BD ক্লিক করুন এখানে
আমাদের জিমেইল = bloggersforumbd@gmail.com
ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে
উপরের যে কোন একটি মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে রেসপন্স দ্রুত পাবেন কোন ধরনের সহযোগীতার জন্য।
প্রথম পাবলিশ করা হয় ৮ই জানুয়ারী ২০২৩ সাল
Post a Comment