কিভাবে Google AdSense Program Policies সমস্যার সমাধান করবো

কিভাবে Google AdSense Program Policies সমস্যার সমাধান করবো

আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ। আমার যখন একটি ওয়েবসাইট তৈরি করি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করবো এই উদ্দেশ্য। 


কিন্তু বর্তমানে এডসেন্স এর জন্য এপ্লাই করলে Low Value Content Error অথবা Program Policy Error অথবা Content Policy Error এই ধরনের সমস্যা দেখা দেয়। 

কিভাবে Google AdSense Program Policies সমস্যার সমাধান করবো

বেশিরভাগ সাইটে এডসেন্স এর জন্য আবেদন করলে লো ভ্যালু কন্টেন্ট এই সমস্যা দেখা দেয়। 

তবে এই সমস্যা ঠিক করে পুনরায় এপ্লাই করলে আবারও এডসেন্স রিজেক্ট হয়ে যায় Program Policy সমস্যার জন্য। কিভাবে প্রোগ্রাম পলিসি এরর ঠিক করতে হয় তা আমি এখন বলবো। তবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে হলে অবশ্যই AdSense নীতি মানতে হবে।

Program Policy আসার কারণ কি ?

প্রোগ্রাম পলিসি আসার কারন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ভুল আছে হয়তো। সেটা হতে পারে খুবই ছোটখাটো অথবা বড়ো ধরনের কোনো একটা ভুলের জন্য আমাদের প্রোগ্রাম পলিসি এরর টা আসে ।

এই সমস্যা অনেক বড় ধরনের সমস্যা এই ধরনের সমস্যা হলে আমারা যারা ছোট খাটো ব্লগাররা আছি সহজে তা ঠিক করতে পারিনা। 

যদি আপনার সাইট এর কোনো সেটিং ভুল করে থাকেন অথবা পোস্টের মধ্যে কোনো ভুল করে থাকেন। তাহলে আপনার সাইট এ প্রোগ্রাম পলিসি এরর আসে।

প্রোগ্রাম পলিসি সমস্যার সমাধান

(১) আপনার ওয়েবসাইট ফ্রী ব্লগ সাইট থেকে যদি তৈরি করেন সেক্ষত্রে এডসেন্সে এপ্লাই করলে রিপ্লাই দিতে একটু সময় নিবে বা অ্যাপ্রুভ নাও হতে পারে। তবে ওয়েবসাইটের সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। এক্ষেত্রে একটি ডোমেইন ব্যবহার করতে পারেন।
(২) আপনার ওয়েবসাইটে সাইটম্যাপ সাবমিট করা আছে কিনা তা চেক করবেন যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা সাইটম্যাপ সাবমিট করে নিবেন।

(৩) ওয়েবসাইটের সেটিং এ কোন সমস্যা আছে কিনা তা ভালো ভাবে চেক করতে হবে। 

(৪) পোস্টের মধ্যে যদি কোনো কনটেন্ট সমস্যা থাকে তাহলে আপনি কনটেন্ট গুলো ও ভালোভাবে চেক করবেন । গুগল অ্যাডসেন্স পলিসি কনটেন্ট থাকলে সমস্যা হবে। 

(৫) পোস্ট টাইটেল বা পোস্টের ভিতরে কোন রকম রক্তাক্ত, মারামারি, খুনোখুনি, অতিরিক্ত টাকা ইনকাম প্রলোভন দেখানো , গোপন ভিডিও ফাস এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। 

(৬) আপনার ওয়েবসাইটে কোনরকম ডাউনলোড লিংক ব্যবহার করবেন না যেটা রিডিরেক্ট করে অন্য কোন ওয়েবসাইট এর ভিতরে নিয়ে যায় তবে হ্যা আপনি ইন্টার্নাল লিংক ইউজ করতে পারেন।  

(৭) সেক্সুয়াল, ধর্ষণ, ১৮ প্লাস বোঝাই কোন বিষয় নিয়ে ছবি ভিডিও বা কনটেন্ট আপনার ওয়েবসাইটে লিখতে পারবেন না কারণ এগুলো অ্যাডসেন্স সাপোর্ট করে না। যদি করেন তাহলে আপনার ওয়েবসাইটে প্রোগ্রাম পলিসি বা পলিসি ভায়োলেশন দেখা দিবে।

(৮) আপনার সাইটের মধ্যে কোনো ধরনের সেক্সুয়াল পোস্ট পাবলিশ করা আছে কিনা যদি থাকে তাহলে Draft করে দিবেন

(৯) About us, Contact Us, Privacy Policy, Terms and Conditions এই পেইজগুলোর সাইটে ঠিকভাবে এড করা আছে কিনা একটু চেক করে নিবেন।  প্রয়োজনে আবার নতুন করে ইডিট করে নিবেন। 

(১০) পোস্টের মধ্যে ছবি ব্যবহার করেছেন কিনা একটু চেক করবেন। এমন কোন পোস্ট করবেন না যেখানে ইমেজ নাই কমপক্ষে ১ টা ছবি ব্যবহার করবেন।  

(১১) সুন্দরভাবে ওয়েবসাইট কাস্টমাইজেশন করা আছে কিনা এটা ভালো করে দেখে নিবেন যদি না থাকে তাহলে করে নিবেন। 

(১২) আপনার ওয়েবসাইটে কপি পোস্ট করা রয়েছে কিনা সেগুলো চেক করে দেখবেন । কোন পোস্ট কপিরাইট থাকলে অবশ্যই সেই পোষ্ট Draft করে দিবেন। তারপর AdSense Approval এর জন্য আবেদন করবেন। 

(১৩) ওয়েবসাইট গুগল সার্চ কনসোল এ ভেরিফাই করে সাইটম্যাপ সাবমিট করা আছে কিনা চেক করে নিবেন আরো একবার। বা কোন ইরোর আছে কিনা সেখানে পোস্ট ইনডেক্স নিয়ে। 

(১৪) SEO ফ্রেন্ডলি একটা থিম আপনার সাইটে ব্যবহার করেছে কিনা তা চেক করবেন। প্রয়োজনে যে কোন ফ্রি থিম ব্যবহার করবেন। 

(১৫) ওয়েবসাইটের যে মেনু বার রয়েছে তা সঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করবেন। অর্থ্যৎ মেনুর লিংকগুলোতে ক্লিক করলে সেটাতে কাজ করে কিনা। 

(১৬) ওয়েবসাইটের পেজ এবং পোস্ট গুলো গুগল ইন্ডেক্স করা আছে কিনা সেগুলো অবশ্যই চেক করে তারপর আবার AdSense আবেদন করবেন। 

oogle Adsense Program Policies সমস্যার সমাধান করতে উপরের সবকিছু যদি আপনার ওয়েবসাইটে ঠিকঠাক থাকে আশা করি এপ্রুভ পাবেন এই আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন। যেকোনো বিষয়ে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। 

আমাদের ফেসবুক গ্রুপে লিংক = Beginner Bloggers Forum BD ক্লিক করুন এখানে 

আমাদের জিমেইল = bloggersforumbd@gmail.com

ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে 

উপরের যে কোন একটি মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে রেসপন্স দ্রুত পাবেন কোন ধরনের সহযোগীতার জন্য। 

বি. দ্র. আমি আর্টিকেলটি অনলাইন থেকে সংগ্রহ করে ইডিট করে এখানে দিয়েছি। 

Post a Comment

Previous Post Next Post