কেনার সময় জিমেইল বা Gmail এর সিকিউরিটি কিভাবে দেবেন ?

কেনার সময় জিমেইল বা Gmail এর সিকিউরিটি কিভাবে দেবেন ?

গ্রুপে এডমিন ডিল করানো অবস্থাতে জিমেইল ব্যাক করে নেয়ার ঘটনা কম ঘটেনি। অনেকেই এই ধরনের প্রতারণার শিকার। তাই বিষয়টা সবারই জানা উচিত। 

Gmail বা জিমেইল সিকিউরিটি দেয়ার নিয়ম



কিভাবে জিমেইল এর সিকিউরটি দিবেন সেটা জানা থাকলে আপনি প্রতারিত হবেন না। আশা করবো আর্টিকেলটি সবারই উপকারে আসবে ইনশাআল্লাহ। 


এখানে আমি সহজ কয়েকটি পদ্ধতি বলার চেষ্টা করবো যার মাধ্যমে আপনি যদি চেঞ্জ করে নেন তাহলে আশা করা যায় সমস্যা হবে না। 

Gmail বা জিমেইল সিকিউরিটি দেয়ার নিয়ম

(ক) প্রথমেই যার কাছ থেকে কিনবেন তার ডিভাইস থেকে রিকভারি নাম্বারসহ জিমেইল বসিয়ে ভেরিফাই করে নিবেন। 

(খ) তারপর টুস্টেপ করে নিবেন তার ডিভাইস থেকেই। তারপর আপনি আপনার ডিভাইসে লগইন করবেন। এবং লক্ষ্য করবেন কোড আপনার নাম্বার যায় কিনা। 

(গ) ওনাকে লগআউট করতে বলবেন অথবা আপনি সিকিউরিটি থেকে সব ডিভাইস থেকে লগআউট করতে বলবেন। 

(ঘ) আপনি জিমেইল নেয়ার পর আগের চেঞ্চগুলো সব রিমুভ করে দিবেন। এবং জিমেইলের নাম পরিবর্তন করে নিবেন। 

(ঙ) সবকিছু ভালোমত চেক করার পর অন্য ডিভাইস থেকে লগইন করে পাসওয়ার্ড বা কোড চেক করে নিবেন পুনরায়। তারপর সবার শেষে লগইন করা ডিভাইস থেকেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। 

আশা করা যায় উপরের ৫টি ধাপে জিমেইল পরিবর্তন করে নিলে সমস্যা হবে না। তারপরেও কারো যদি ভালো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। 

Post a Comment

Previous Post Next Post