ফেসবুক পেজ এর সিকিউরিটি বিষয়ক কিছু পরামর্শ

ফেসবুক পেজ এর সিকিউরিটি বিষয়ক কিছু পরামর্শ

অনেকেই ফেসবুক পেজ থেকে আয় করে থাকেন। যারা পেইজ থেকে ইনকাম করেন তাঁদের প্রতি অনুরোধ নিচের কাজগুলো সম্পর্কে সচেতন থাকবেন।
*
(ক) পেইজের পে-আউট কখনো নিজের পরিচিত প্রোফাইলে রাখবেন না । এতে করে যারা হ্যাক করে থাকে তাদের তথ্য পেতে সুবিধা হয়।
*
(খ) প্রোফাইলের লগিন এক্সেস নিজের পরিচিত নাম্বার ও ইমেইল দ্বারা করা থেকে বিরত থাকুন। আমি নিজেও কাজটা করেছিলাম তবে এটা করা উচিত নয়।
*
(গ) ফেইসবুকের পাসওয়ার্ড কখনো ব্রাউজারে সেইভ করে রাখবেন না। যদিও এটা আমি নিজেও করি বা অনেকেই করে তবে ডিভাইসটার সিকিউরিটি রাখতে হবে যথাযথ।
.
(ঘ) সেটিং এর ‘Where you're logged in’ অপশনটি মাঝে মাঝে চেক করে দেখবেন আপনার ফেইসবুক কোথায় কোথায় লগিন আছে। এটা অবশ্য আমি নিজেও করি তবে অনেক সময় বা প্রতি মাসে পাসওয়ার্ড একবার আপডেট করে নিবেন।
.
(ঙ) বিসনেজ ম্যানেজারে পেইজের এক্সেস রাখুন। এটা মোটামুটি নিরাপদ ভালো।
.
(চ) কখনো হ্যাকিং এর শিকার হলে তাড়াহুড়ো করে ভুল তথ্য দিয়ে সাপোর্ট টিমের সাথে কথা বলবেন না। শতভাগ পিউর তথ্য দিয়ে পেইজের এক্সেস ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন।
.
৭) কাছের লোকজন থেকে সর্বদা সতর্ক থাকবেন।

লিখাটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post