Beginner Bloggers Forum BD স্ক্যামার ঘটনা ১

Beginner Bloggers Forum BD স্ক্যামার ঘটনা ১

প্রতারণার ঘটনাগুলো এভাবে যদি ট্রিট করা হতো তাহলে হয়তো আস্তে আস্তে কমে যেতো প্রতারণার ঘটনাগুলো। 

Beginner Bloggers Forum BD

পুলিশের সাহায্যে এক স্ক্যামার থেকে টাকা উদ্ধার করতে সফল। শেষ পর্যন্ত বাড়িতে পুলিশ নিতে হয়েছে, তারপর স্ক্যামার বাড়ি থেকে পলাতক।

পালিয়ে বাঁচবে কোথায়‌, বাংলাদেশটা তো খুব ছোট তারপর তার বাবা মা সহ গ্রামবাসীকে পুলিশ এই তথ্যটা জানিয়ে আসে। ওর বাবা মা স্বয়ং থানায় এসে টাকা জমা দিয়ে যায়।

ছেলের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলো। এবং আমার কাছেও স্ক্যামার (শরিফুল) সহ কান্না করে ক্ষমা চাইল। যার জন্য আর বেশি দূর আগানো হয়নি। অল্প বয়সে কেরিয়ার নষ্ট হয়ে যাবে।
সাইট রিকভারি করে নিয়ে পার পেয়ে যায়নি।
স্ক্যামারের নাম : শরিফুল।
এই ওয়েব সাইট সেল দিয়েছিল: https://websoriful .tech
স্ক্যামার ধরার আরো দুইটা কাজ চলছে । ইনশাল্লাহ সাকসেস হবো।

গ্রুপ থেকে মূল পোস্ট কপি করা। মুল পোস্ট লিংক = ক্লিক করুন এখানে

যিনি ধরেছেন বা কাজটি করেছেন তার আইডি লিংক = ক্লিক করুন এখানে

নাম = Rony Chowdhury

Post a Comment

Previous Post Next Post