How To Protect Your Phone From Hackers (হ্যাকিং থেকে ফোন সুরক্ষার পদ্ধতি)
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো হ্যাকিং। যার মাধ্যমে আমাদের পারসোনাল ডাটাগুলো আরেকজনের নিয়ন্ত্রণে চলে যায়।
আরো পড়ুন >> মাইক্রোসফট এক্সেল এর সকল সূত্র একসাথে (উদাহরণসহ)
আজকে আমি মূলত এই হ্যাকিং বিষয়ে তথ্য শেয়ার করবো। যদিও আমরা বিষয়গুলো জানি তারপরেও নিজেদের ভুল এর কারণেই সমস্যার তৈরি হয়।
বর্তমানে পারসোনাল তথ্যগুলো চুরি অনেক বড় একটি সমস্যা। যা থেকে বেচে থাকতে হলে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে।
কি কি উপায় আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন ?
এখানে আমি সামান্য কিছু কারণ উল্লেখ করবো। আসলে এই ধরনের মত করেই আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন। আপনি একটু সচেতন হলেই হ্যাকিং থেকে বেচে থাকতে পারবেন সহজেই।
(১) লিংকে লিংক করা থেকে বিরত থাকুন।
বেশির ভাগ বলতে গেলে ৭০% হ্যাকিং এর শিকার হয়ে থাকে লিংক এ ক্লিক করার মাধ্যমে। মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অফার ও বিভিন্ন ধরনের লিংক দিয়ে ক্লিক করানোর মাধ্যমেই মূলত এই হ্যাকিং হয়ে থাকে।
হ্যাকারদের তৈরি করা লিংকে ক্লিক করে কখনও আপনাকে রেজিস্ট্রেশান করতে বলে এবং কখনও আপনার মেইল অটো লগইন পারমিশান চায়। আর এভাবেই আপনি নিজের অজান্তেই হ্যাকারদের নজরদারিতে চলে যান।
(২) মোড অ্যাপস ইনস্টল করা
চেষ্টা করবেন কিছু অ্যাপস যেগুলো প্রিমিয়াম তার জিপিএল বা ফ্রিতে দেয় এমন ভার্সন ব্যবহার করা। আর এর মাধ্যমেও আপনার ডিভাইসে বিশেষ করে ফোনে আরও নতুন কিছু অ্যাপস ইনস্টল হয়ে যায়। এবং অনেক সময় কিছু পারমিশান এর মাধ্যমেও আপনি তাদেরকে আপনার নিজের তথ্যগুলো দিয়ে ফেলেন নিজের অজান্তেই।
তাই যে কোন ধরনের অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজন না হলে কখনই যে কোন ধরনের অ্যাপস ব্যবহার করতে যাবেন না।
(৩) প্রয়োজন ছাড়া যে কোন সাইট থেকে ডাউনলোড করা
অনেকেই এই কাজটা করি। যেমন, আপনি ভিডিও ইডিটিং করবেন আর এই টা নিয়ে বিভিন্ন গ্রুপে ফ্রিতে পাওয়া যায় কিনা পোস্ট করেছেন। তখনই আপনাকে কেউ হয়তো লিংক বা বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া য়অ এরমন লিংক দিয়ে থাকে।
এভাবেও আপনি নিজের অজান্তেই হ্যাকিং এর শিকার হতে পারেন। তাই বিষয়টাতে অবশ্যই সচেতন হতে হবে আমাদের সবাইকেই।
আমাদের ফেসবুক গ্রুপে লিংক = Beginner Bloggers Forum BD ক্লিক করুন এখানে
আমাদের জিমেইল = bloggersforumbd@gmail.com
ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে
উপরের যে কোন একটি মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে রেসপন্স দ্রুত পাবেন কোন ধরনের সহযোগীতার জন্য।
Post a Comment