কম্পিউটার কীবোর্ড শর্টকাট বা Computer Key Board Shortcut

কম্পিউটার কীবোর্ড শর্টকাট বা Computer Key Board Shortcut

আজকের আর্টিকেলটি মূলত কম্পিউটারের কী-বোর্ড নিয়ে। এখানে আামি কম্পিউটার কীবোর্ড শর্টকাট বা Computer Key Board Shortcut গুলো দিয়ে দেবো। 

যদিও যারা নিয়মিত কম্পিউটার নিয়ে কাজ করে থাকেন তারা এই বিষয়গুলো জেনে থাকবেন। আমার জানা মতে যেসবে কী গুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো এখানে দেওয়া হবে। 

কম্পিউটার কীবোর্ড শর্টকাট বা Computer Key Board Shortcut

এছাড়াও আরও রয়েছে যা আপনি অনলাইন থেকে দেখে নিতে পারবেন। অথবা ইউটি্উব থেকে বের করে নিতে পারবেন। 

কম্পিউটার কীবোর্ড শর্টকাট

১. F1 key (সাহায্য পাওয়ার জন্য)
২. F2 key (রিনেম বা পুনর্নাম নির্ধারন)
৩. F3 key (সার্চ)
৪. F4 key (ঠিকানা বা এড্রেস বার দেখা)
৫. F4 key (সক্রিয় তালিকা থেকে আইটেমগুলো দেখা)
৬. F5 key (রিফ্রেস/ বিদ্যমান উইন্ডো আপডেট করা)
৭. F6 key (ডেস্কটপ বা বিদ্যমান উইন্ডোর আইটেমগুলোতে ঘুরাফিরা করা)
৮. F10 key (সক্রিয় প্রোগ্রামের মেনু বার সক্রিয় করার জন্য)
৯, CTRL+A (একই উন্ডোর সবকিছু একসাথে বাছাই বা সিলেক্ট করার জন্য)
১০. CTRL+C (কপি করুন)

কম্পিউটার কীবোর্ড শর্টকাট বা Computer Key Board Shortcut

১১. CTRL+X (কাট করুন)
১২. CTRL+V (পেস্ট করুন)
১৩. CTRL+Z (আগের অবস্থায় ফিরে যান)
১৪. CTRL+SHIFT (শর্টকাট তৈরি করা)
১৫. CTRL+RIGHT ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের শব্দে নেয়া)
১৬. CTRL+LEFT ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের শব্দে নেয়া)
১৭. CTRL+DOWN ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের অনুচ্ছেদে নেয়া)
১৮. CTRL+UP ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের অনুচ্ছেদের প্রথমে নেয়া)
১৯. CTRL+TAB (বিদ্যমান ট্যাবগুলো নড়াচড়া করা)
২০. CTRL+ESC (স্টার্ট মেনুতে ফিরে যাওয়া)

২১. CTRL+SHIFT+TAB (ট্যাবগুলোতে ঘুরাফিরা করার জন্য)
২২. CTRL+SHIFT with any of the arrow keys (টেক্সটকে হাইলাইট করা)
২৩. SHIFT+TAB (অপশনগুলোর পেছনে যাওয়া)
২৪. SHIFT with any of the arrow keys (একই উইন্ডোতে একসাথে অনেকগুলো আইটেমকে বাছাই বা সিলেক্ট করা)
২৫. SHIFT+DELETE (বাছাইকৃত উপাদানগুলো permanently মুছে ফেলা)
২৬. SHIFT+F10 (বাছাইকৃত আইটেমগুলোর জন্য শর্টকাট মেনু দেখা)
২৭. ALT+ENTER (বাছাইকৃত আইটেম এর প্রোপার্টিজ দেখা)
২৮. ALT+F4 (চলমান কোন প্রোগ্রাম বা বিদ্যমান উইন্ডো বন্ধ করা)
২৯. ALT+SPACEBAR (বিদ্যমান উইন্ডোর শর্টকাট ওপেন করা)
৩০. ALT+TAB (চলমান প্রোগ্রামগুলোতে মুভ করা)

৩১. ALT+ESC (চলমান প্রোগ্রামগুলোতে ঘুরাফিরা)
৩২. ALT+SPACEBAR (বিদ্যমান উইন্ডোর জন্য সিস্টেম মেনু)
৩৩. ALT+Underlined letter in a menu name (সংশ্লিস্ট মেনু দেখা)
৩৪. Dialog Box (কীবোর্ড শর্টকাট)
৩৫. BACKSPACE (আগের মেনুতে ফিরে যাওয়া)
৩৬. ESC (সম্প্রতিক কাজ শেষ করা)

বি. দ্র. উপরের আর্টিকেলটির বেশির ভাগ অংশই অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। 

আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ৩০ই ডিসেম্বর ২০২২ সাল 

Post a Comment

Previous Post Next Post