ব্লগিং টিউটোরিয়াল এর ২য় দিন বা পার্ট ২ (Google AdSense Approval)

ব্লগিং টিউটোরিয়াল এর ২য় দিন বা পার্ট ২

আমি Beginner Bloggers Forum BD ফেসবুক গ্রুপের জন্য টিউটিরিয়াল এর মত করে একটা ব্লগ টিউটোরিয়াল করার চেষ্টা করছি। 

তারই ধারাবাহিকতাই আজকে ২য় আর্টিকেল ব্লগিং টিউটোরিয়াল নিয়ে। এখানে আমি প্রথম পার্ট এর পরে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। 

ব্লগিং টিউটোরিয়াল এর ২য় দিন বা পার্ট ২

সময় হিসেবে যদি বলি প্রথম দিনটা ১-৫ দিন পর আমি ২য় দিন বা ২য় পার্ট আলোচনা করতেছি। আর ডোমেইন এর বয়সটা আমি অপ্রুভ করার পর জানাবো। 


যারা এই আর্টিকেলটি দেখছেন তারা আগের অংশটুকু দেখে নিতে পারেন। তাতে আপনি েএকটা ধারাবাহিক আলোচনা পাবেন ইনশাআল্লাহ। 

১ম পার্ট এর রিভিও আলোচনা

প্রথম অংশে আমি ডোমেইন কেনা থেকে শুরু করে থিম সেটিং এবং পেজ তৈরি করা পর্যন্ত আলোচনা করেছি। কোথায় থেকে ফ্রিতে পিকচার তৈরি করবেন এবং কি কি দরকার হবে সেগুলো নিয়েও সামান্য আলোচনা করেছি। 

এই পার্ট এ আমি ১ম পার্ট এর পর থেকে আলোচনা করবো। আশা করবো বুঝতে পারবেন। আর কোন ভিডিও বা লিংক দরকার হলে আমি শেয়ার করবো। 

(ক) আমি প্রথমেই কয়েকটা পোস্ট করেছিলাম। এবং প্রথম পোস্টটা ব্লগের রিভিও আলোচনা করে লিখেছি। এবং ৪-৬ টি ক্যাটাগোরি বানিয়েছিলাম। প্রত্যেক ক্যাটাগোরিতে কি কি থাকবে সেগুলোর একটা রিভিও দিয়ে পোস্ট করেছি। 

(খ) ফেসবুক, টুইটার, এবং একটি পেজ তৈরি করেছি এবং সেগুলোতে ডোমেইনটা যুক্ত করেছি। এটাতে আপনার কিছু ব্যাকলিংক এর মত কাজ হবে ব্লগটিতে। 

(গ) ৫-৬টি পোস্ট করার পর আমি সার্চ কনসোল এবং এনালাইটিক্স এবং গুগল নিউজ এর জন্য আবেদন করেছি। অনেকেই সার্চ কনসোল সমস্যা ফেস করেন তাদের জন্য পরামর্শ হলো প্রথমে আগে কিছু পোস্ট করবেন আর সামাজিক লিংকে শেয়ার করবেন। তারপর সার্চ কনসোল এ যুক্ত করবেন তাহলে প্রথম বারেই যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। 

(১) Google Search Console বা সার্চ কনসোল সেটিং এর জন্য = ক্লিক করুন এখানে 

(২) Google Analytics বা গুগল এনালাইটিক্স এর জন্য = ক্লিক করুন এখানে 

অবশ্যই কিছু পোস্ট আগে করে নিবেন। এবং উপরের ভিডিও দেখে দেখে সার্চ কনসোল ও এনালাইটিক্স যুক্ত করে নিতে পারেন। অথবা ইউটিউবে সার্চকরবেন। সংগত কারণেই বিস্তারিত বলতেছি না এখানে। ব্লগার সাইট ওয়ার্ড সাইট এর জন্য আলাদা কিছু নিয়ম থাকলেও সেটা আপনি ভিডিও থেকে দেখে নিতে পারবেন। 

(ঘ) এর পর আমি মোটামুটি কীওয়ার্ড রিসার্চ করার প্রতি গুরুত্ব দিয়েছি। তবে এসইও করার জন্য কিছু নিয়ম আছে যা আপনারা আর্টিকেল রাইটিং থেকে শিখতে পারবেন। 

(ঙ) আমি পেজগুলো করে নিয়েছিলাম তবে আপনারা ফ্রিতে কিভাবে পেজগুলো সহজে লিখা যায় সেগুলো ইউটিউবে পাবেন। আমি প্রথম পার্ট এ পেজগুলো বলেছিলাম। পাশাপাশি আমি চেষ্টা করেছি কনটেন্ট লিখার। 

(চ) শুরুতে আমি ব্যাকলিংক করি নাই তবে ১০টা পোস্ট লিখার পর ব্যাকলিংক করেছি। আর মোটামুটি আরও কিছু পোস্ট লিখবো এভাবেই। পোস্ট লিখার সময় অবশ্যই অনপেজ এসইও করবেন। 


প্রথম প্রকাশিত হয় ২৭ই ডিসেম্বর ২০২২ সাল 

Post a Comment

Previous Post Next Post