Beginner Bloggers Forum BD গ্রুপের সিকিউরিটি কিছু আপডেট করা হয়েছে
নিয়মিত আপডেট এর প্রসেস এর মতই আজকে কিছু আপডেট তথ্য জানানো হচ্ছে। আশা করবো সবার জন্যই উপকারী হবে আপডেটগুলো।
আমি কিছু পয়েন্ট করে জানাচ্ছি বিষয়গুলো। যদিও সামান্য কিছু সিকিউরিটি আপডেট করা হয়েছে। এবং এই আপডেটগুলো পর্যবেক্ষণ করা হবে কিছুদিন।
(ক) আইডির বয়স ১ মাস না হলে আপনি গ্রুপে রিকুয়েস্ট দিয়ে যুক্ত হতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আগের আইডির তথ্য জানাতে হবে।
(খ) লিংক পোস্ট বা কমেন্ট করবেন না। করলেও সেটা এলার্ট সিস্টেম করা আছে এবং ডিলিট হয়ে যাবে। প্রয়োজনে যাকে দিবেন তাকে ইনবক্স করে দিবেন।
(গ) প্রতারণা এড়াতে সব সময়ই গ্রুপে পোস্ট করে তথ্য জেনে নিবেন। কোন আইডি বা গ্রুপ সম্পর্কে জানার জন্যও পোস্ট করতে পারেন।
.
Post a Comment