নতুনদের জন্য ব্লগিং শূন্য থেকে শুরু
নতুনদের জন্য ব্লগিং বিষয়টা সত্যিই অনেক ভালো। Beginner Bloggers Forum BD গ্রুপের জন্য শুধুমাত্র পোস্ট বা কনটেন্টটি। তবে এই কনটেন্ট টা ডিসেম্বর মাস পর্যন্তই সিমাবদ্ধ। এর পরে এই ধরনের প্রজেক্ট এ কাজ করার জন্য আলোচনা করে নিতে হবে।
আমি গতকালকে দুইটা ডোমেইন কিনেছি। তবে আপাতত দুইটা নিয়েই কাজ করবো। শূন্য থেকে পোস্ট করবো এবং অপ্রুভ করাবো। যারা তেমন কিছু জানেন না। শুধু পিসি আছে এবং ব্লগিং শুরু করবেন তারা জানাতে পারেন। গ্রুপের পক্ষ থেকে যতটুকু পারি সহযোগীতা করবো।
যেসব বিষয়গুলো জরুরী বা জানা দরকার তার মধ্যে অন্যতম হলোঃ-
(ক) নতুন ডোমেইন ও হোস্টিং লাগবে। তবে অনেকজন হলে গ্রুপিং করে গ্রুপের মাধ্যমে বড় হোস্টিং প্যাকেজ কিনে কম খরচে শুরু করতে পারেন। যেটা আমি নিজেই মেইনটেইন করে দেওয়ার চেস্টা করবো।
(খ) হয়তো ডোমেইন ও হোস্টিং মিলে ১৫০০ টাকার মত খরচ হবে। তবে দিন শেষে শিখবেন কিছুটা হলেও আশা করি।
(গ) নতুনরা কিভাবে পোস্ট করবেন, কিভাবে ভিজিটর আনবেন এবং এসইও করবেন। তা ছোট পরিসরে দেখানোর চেষ্টা করবো ফ্রিতেই গ্রুপের পক্ষ থেকে।
*
ডিসেম্বার মাস কোচিং এর চাপ কম। SSC পরীক্ষার্থী ছাড়া প্রেসার কম থাকার কারণে এই সময়টুকু কাজে লাগানোর জন্যই উদ্যোগটা নেওয়া।
*
বি. দ্র. কারো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর প্রসেস এর সারাংশ জানানো হলো বুঝতে বা কোন ধরনের কনফিউশান থাকলেও জানাবেন। আমি আরও বিস্তারিত ছোট করে বলার চেষ্টা করবো সামনে।
Post a Comment