Google AdSense বা গুগল অ্যাডসেন্স নিয়ে যত প্রশ্ন ও উত্তর সব একসাথে
আজকের আর্টিকেলে আমি Google AdSense বা গুগল অ্যাডসেন্স নিয়ে যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। যেন যারা নতুন তাদের এই সব প্রশ্নগুলো আগে থেকেই জানা থাকে।
নিচে আমি প্রশ্ন এবং উত্তর পাশাপাশিই দিয়ে দিচ্ছি। আশা করবো সবারই উপকারে আসবে এই আর্টিকেলটি বিশেষ করে যারা নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন তাদের।
প্রশ্নঃ ২ = গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট ইস্যুগুলো জানার উপায় কি ?
উত্তরঃ- ক্লিক করুন এখানে এই লিংকটিতে গিয়ে আপনি চেক করতে পারবেন যদি কোন ইস্যু থেকে থাকে। এখানেই আপনি বুঝতে পারবেন কি কারণে পেমেন্ট পান নাই।
প্রশ্নঃ ১ = মা বাবার nid দিয়ে কি আলাদা দুইটি এডসেন্স খুলা যাবে? খুলা গেলে ভেরিফাই কিভাবে করে কারণ মা বাবার নাম ভিন্ন কিন্তু এড্ড্রেস তো একই।
উত্তরঃ- গুগল বলেছে একজন ব্যক্তির একটি এডসেন্স একাউন্ট ব্যবহার করতে পারবে। এটা বলেনি যে একটি পরিবার বা একটি এলাকায় শুধু একটি এডসেন্স ইউজ করা যাবে। বিষয়টি বুঝেছেন? নাকি আরো বুঝাতে হবে? আমি তো আমার পরিবার, বন্ধু বান্ধব কারো এনআইডি বাকি রাখিনি সবার টা দিয়ে এডসেন্স একাউন্ট করা শেষ।
প্রথম প্রকাশিত = ৫ই মে ২০২৩ সাল
Post a Comment