কনটেন্ট এর Readability স্কোর চেক করবো কিভাবে ?
আমরা অনেকেই এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করি না। তবে ভিজিটর এর বিষয়টা দেখলে অবশ্যই বুঝতে পারবো। আপনি যেই কনটেন্টটা লিখছেন সেটা অবশ্যই ভিজিটরদের আকৃষ্ট করতে হবে।
সেই দিকটা লক্ষ্য রেখেই আপনি কনটেন্ট এর Readability চেক করে নিবেন।
এটাকে আমরা অনেক সময় Readability Test হিসেবেই নাম দিয়ে থাকি। তবে আপনার ওয়েবসাইটের Readability Test কেমন সেটা দেখা উচিত।
আজকের আর্টিকেলে আমি একটি ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি Readability Test চেক করে নিতে পারবেন।
যেসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি Readability Test করাতে পারবেন
নিচে আমি একটি শর্ট লিস্ট করে দিচ্ছি। তবে আপনি “Readability Test” টেস্ট লিখে গুগলে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন সেখান থেকে আপনি টেস্ট করে নিতে পারেন।
তারপরেও আমি সবার বোঝার জন্য সাধারণ কিছু লিংক নামসহ দিয়ে দিচ্ছি।
(ক) Automatic Readability Checker
এটা একটা টুলস ওয়েবসাইট। আপনি উপরের লিংকটিতে ক্লিক করে সরাসরি চেক করে নিতে পারবেন। আপনি সেখানে ৩০০ থেকে শুরু করে ৩,০০০ শব্দ চেক করে নিতে পারবেন।
(খ) Readability Score Checker
ওয়েবসাইটটার লিংক = ক্লিক করুন এখানে
উপরের লিংকটিতে ক্লিক করেও আপনি আপনার সাইটের বা লিখার পর কনটেন্ট এর Readability স্কোর কেমন চেক করে নিতে পারেন।
(গ) Readability Test By Web FX
ওয়েবসাইটটার লিংক = ক্লিক করুন এখানে
আমি নিজেও এই ওয়েবসাইটটা ব্যবহার করি। তবে উপরের দুইটার পাশাপাশি আপনি যে কোন সাইট থেকে চেক করে নিতে পারবেন। মূল বিষয় হলো চেক করা আর সেই বিষয়টা যেন কোন সাইট থেকে হতে পারে। তবে গুগলে অনেকগুলো ফ্রি সাইট থেকে আপনি সহজেই চেক করে নিতে পারবেন।
উপরের সবগুলো লিংক ছাড়াও আপনি আপনার ওয়েবসাইটে যদি Rank Math Plugin ব্যবহার করেন তাহলে সহজেই লিখার সাথে সাথেই চেক করে নিতে পারবেন।
আমি আমার নিজের সবগুলো ওয়েবসাইটে এই Rank Math Plugin টি ব্যবহার করি। তবে আগে প্লাগইনটির ব্যবহার শিখে নিতে হবে তাহলে ব্যবহার করা সহজ হবে।
প্রথম প্রকাশিত হয় = ২৪ই এপ্রিল ২০২৩ সাল
Post a Comment