গ্রুপের বাইরের কাউকে Beginner Bloggers Forum BD গ্রুপে ডিল করানোর পদ্ধতি
আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের Beginner Bloggers Forum BD টি অনেক বড় হচ্ছে। এবং আগামীতে আরও বড় হবে বলে আশা করি।
কিভাবে করবেন লেনদেন ?
ধরুন আপনি গ্রুপে কিছু লেনদেন করে বুঝেছেন এখানে নিরাপদে লেনদেন করা যায়। এখন অন্যকে কিভাবে এখানে নিয়ে এসে ডিল করাবেন। তার জন্য যা করবেন তা হলো,
(ক) প্রথমে তাকে গ্রুপের লিংক দিবেন এবং যুক্ত হয়ে গ্রুপের একটিভি দেখে নিতে বলবেন।
*
(খ) আইডি ঠিক না থাকলে আমাকে জানাবেন যুক্ত করে দেবো। অনেক সময় নতুন আইডি, সন্দেহযুক্ত আইডি যুক্ত করা হয় না।
*
(গ) আমি নিজেই ডিল করি এবং ঢাকায় আমার অফিস আছে। চাইলেই এসে ভেরিফাই করে নিতে পারবেন যে কোন দিন এবং যে কোন সময়।
বিষয়টা তাকে জানিয়ে ভেরিফাই করে নিতে বলতে পারেন। অনেকেরই আত্মীয়-স্বজন ঢাকায় থাকেন এবং একবার ভেরিফাই করলে মিনিমাম লেনদেন গুলো সহজেই বিশ্বাস নিয়ে করতে পারবেন। কারণ গ্রুপেরও একটা ব্রান্ড ভ্যালু আছে যা আপনার লেনদেন এর টাকার চাইতে অনেক বেশি আশা করবো।
*
(ঘ) তাকে বলবেন যে, যেসব আইডির রিভিও আছে সেগুলোতে কমপক্ষে অনেকগুলোতে ম্যাসেজ দিয়ে লেনদেন কেমন নিরাপদ জেনে নিতে।
*
(ঙ) প্রয়োজনে তাকে যথেস্ট সময় দিন। কারণ একবার বিশ্বাস আসলে নিয়মিত লেনদেন সেও এখানে করতে চাইবে।
*
উপরের মাধ্যমে আমার মনে হয় আপনি সহজেই অন্যদেরকে গ্রুপে এডমিন ডিল সহ অন্যান্য লেনদেন করাতে পারবেন। আর আমার দিক থেকে সর্বোচ্চ্য চেষ্টা করা হবে নিরাপদে লেনদেন করানোর। ঢাকার থাকার কারণে অনেকেই সহজেই ভেরিফাই করে নিতে পারবেন।
*
বি. দ্র. আমার কথার চাইতে সামান্য সময় নিয়ে ভেরিফাই করাই বেস্ট পরবর্তীতে কোন লেনদেন করার জন্য। সংক্ষিপ্ত ঠিকানাঃ নদ্দাপাড়া, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-1230 (আইডিতে ম্যাসেজ নিয়ে আসলে সহজেই এসে অফিস চেক করে যেতে পারবেন)
আমাদের ফেসবুক গ্রুপে লিংক = Beginner Bloggers Forum BD ক্লিক করুন এখানে
আমাদের জিমেইল = bloggersforumbd@gmail.com
ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে
উপরের যে কোন একটি মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে রেসপন্স দ্রুত পাবেন কোন ধরনের সহযোগীতার জন্য।
Post a Comment