Beginner Bloggers Forum BD গ্রুপে সার্ভিস পোস্ট করার নিয়ম

Beginner Bloggers Forum BD গ্রুপে সার্ভিস পোস্ট করার নিয়ম

বর্তমান সময়ে অনেকেই নতুন এবং অনেকেই আছেন যারা নিজে নিজে অনেক কিছুই করতে পারেন না। যেমন, সাইটের ডিজাই, ডোমেইন ও হোস্টিং কেনাসহ আরও অনেক কিছু। 

অনেক সময় তারা বিভিন্ন ব্যাক্তির মাধ্যমে সার্ভিস নিয়ে থাকেন। আর বর্তমানে সার্ভিস পোস্টগুলোতে অবশ্যই আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। 

Beginner Bloggers Forum BD গ্রুপে সার্ভিস পোস্ট করার নিয়ম

আমি এখানে যারা সার্ভিস দিবেন এবং যারা সার্ভিস নিবেন তাদের দুইটা অংশে ভাগ করে দিয়েছি। এবং কারা কি ধরনের তথ্য দিবেন আর নিবেন সেগুলো নিয়ে কিছু আলোচনা করবো এখানে। 

যথেস্ট রিপোর্ট ও যথেষ্ট সমস্যা দেখার কারণেই মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও অনেকেই বিভিন্ন ভাবেই প্রতারণার শিকার হয়েছেন এই ধরনের বিষয়গুলোতে। 

ওয়েবসাইট সহ অনলাইনের যে কোন ধরনের সার্ভিস পোস্ট করে সমাধান করার জন্য আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন। যেখানে এডমিন ডিল এর মাধ্যমে সার্ভিস বুঝে নিতে পারবেন। 

যারা সার্ভিস নিবেন তারা যা লক্ষ্য রাখবেন 

প্রথমেই আমি যারা সার্ভিস নিবেন তাদের জন্য কিছু বিষয় উল্লেখ করছি। আসলে প্রতারণা বা প্রতারিত বিষয়গুলোতে সবাইকেই সচেতন থাকতে হবে। এক পাক্ষিক নয় বিষয়গুলো। 

(ক) অবশ্যই গ্রুপের এডমিন এর সাথে কথা বলে নিবেন যার মাধ্যমে বা যার থেকে সার্ভিস নিবেন। 

(খ) অন্যদের বা পরিচিতদের জিজ্ঞেস করে নিবেন। প্রকৃতপক্ষেই তিনি সার্ভিসটা নিয়ে কাজ করেন কিনা সেই বিষয়টাও জানা উচিত। 

(গ) এডমিন ডিল করে নিবেন। এতে কিছু খরচ হলেও সমস্যা কম হবে আপনার। এবং লেনদেনটা নিরাপদ হবে সবচেয়ে। 

(ঘ) প্রাইমারি বা ব্যাক্তিগত মেইল দিবেন না। সার্চকনসোল বা কোন কারণে মেইল দরকার হলে নতুন মেইল তৈরি করে দিবেন প্রয়োজনে। একান্তই দরকার হলে গুগল মিট বা এনিডেক্স ব্যবহার করবেন। তারপরেও না হলে এডমিন এর সহযোগীতা নিবেন। 

(ঙ) মনে রাখবেন, আপনি প্রতারিত না হতে চাইলে আপনাকেই সচেতন হতে হবে। 

যারা সার্ভিস দিবেন তারা যা লক্ষ্য রাখবেন 

অনেক সময় শুধু যে, সার্ভিস যারা দেয় তারাই প্রতারক হয় বিষয়টা এরকম নয়। অনেক সময় দেখা যায় সার্ভিস নেওয়ার পর পেমেন্ট করে না। এরকম রিপোর্ট ও অনেক আছে। তাই 

(ক) অবশ্যই যাকে সার্ভিস দিবেন তার সাথে এডমিন ডিল করে নিবেন। এডমিন ডিল এর কিছু খরচ হলেও লেনদেনটা নিরাপদ হবে। 

(খ) অনুরোধ থাকবে যাকে সার্ভিস দিবেন তার পারসোনাল কোন একসিস না নিতে। প্রয়োজনে তাকে বলবেন সেটা সেট করে দিতে। বা গুগল মিট বা এনিডেক্স ব্যবহার করে দিতে। 

(গ) অনেক সময় পারসোনাল তথ্য না নিলে আপনি অবশ্যই তার কাছে বিশ্বস্ত হবেন। এবং অন্যদেরকে তিনিই আপনার মার্কেটিং করে দেবে বলে আমি বিশ্বাস রাখি। 


গ্রুপের নাম = Beginner Bloggers Forum BD

গ্রুপের লিংক = Beginner Bloggers Forum BD   ক্লিক করুন এখানে 

Post a Comment

Previous Post Next Post