Hosting বা হোস্টিং কেনার আগে কি কি জানা উচিত

হোস্টিং কেনার আগে কি কি জানা উচিত

একেবারে বিগিনার দের জন্য এই লেখাটা, প্রফেশনাল রা এভোয়েড করতে পারেন।

Hosting বা হোস্টিং কেনার আগে কি কি জানা উচিত

1) কম্পানী রেপুটেশনঃ
ভুলেও কারো কাছে থেকে না, একটা কম্পানী থেকে কিনুন। ধরা যাক বিভিন্ন ফোরাম, গ্রুপে রিসার্চ করে আপনি একটা কম্পানী সিলেক্ট করেছেন।
.
সেটা লিখে গুগলে সার্চ করেছেন, তারপরেও আপনি বিভ্রান্ত হতে পারেন, কারন আজকের রেট অনুযায়ী একটা রিভিউ এর দাম ৮ থেকে ৯০ টাকা পর্যন্ত হতে পারে।
* অর্থাৎ ভুয়া রিভিউ কিনতে পাওয়া যায়। সো, কম্পানীটা সম্পর্কে বিভিন্ন পাবলিক গ্রুপে প্রশ্ন করতে পারেন।
* আপনার বন্ধুবান্ধব/ফ্যামিলী মেম্বার কোথা থেকে কিনে চালিয়ে সন্তুষ্ট, সেখান থেকে ধারনা নিতে পারেন। যাস্ট অনলাইনে রিভিউ দেখে বিভ্রান্ত হবেন না। কম্পানীটার বয়স ম্যাটারস, এটা দেখা সহজ, তাই না?
* বিভিন্ন সময়েই হোস্টিং ব্র্যান্ডগুলো তাদের ডোমেইন নেম রিব্র্যান্ড করে। সেক্ষেত্রে ডোমেইন এর বয়স দেখেও তেমন তথ্য পাওয়া কঠিন। তবু নুন্যতম ২/৩ বছর পুরনো একটা সাইট মাসে যে পরিমান সার্ভার বিল দেয়, তারা নেগেটিভ রিভিউ কে ভয় পায়।
*
সো আপনার কয়েক হাজার টাকা মেরে দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু কমাইতে আগ্রহী না কেউ। যতগুলো প্রতারনা কেইস দেখেছি, সবগুলো নতুন বা অখ্যাত। তাদের সোশাল মিডিয়া প্রফাইল চেক করেন। কাস্টমারদের মতামতে তাদের রেস্পন্স লক্ষ্য করুন।
2) ইনবক্সে ডাকাডাকি হতে সাবধানঃ
একটা শেয়ার্ড হোস্টিং কেনার প্রসেস টা কি? আপনি সাইটে যাবেন, পছন্দের প্যাকেজ সিলেক্ট করবেন, পে করবেন, সার্ভিস একটিভ হয়ে যাবে।
*
এই ঘোড়া ডিংগিয়ে ঘাস খেতে যাওয়ার ভুল টা দয়া করে করবেন না। যারা ইনবক্সে ডাকে, সিম্পলী ইগনোর দেম।
3) প্রাইসিংঃ
Student প্যাকেজ, মানবতা প্যাকেজ, অমুক অফার, যে নামেই দেয়া হোক। যখনি খেয়াল করবেন একটা হোস্টিং প্যাকেজ ( সিপ্যানেল ) আপনাকে ১০ ডলারের নিচে অফার করা হচ্ছে, আপনাকে বুঝতে হবে "মেইড ইন জিঞ্জিরা"।
*
এটা সহজ হিসেব যে দুনিয়ার কিছুই ফ্রি না, এবং কোন ইন্টারনেট কম্পানী প্রচারের স্বার্থে ৩০০ টাকার লাইট আপনাকে ১০০ টাকায় নিজের পকেট থেকে দেবে না। যদি দেয় ও, কষ্ট করে রিনিউ প্রাইস চেক করবেন, তখন গলাকাটা ফিল পাবেন।
আমরা হোস্টিং প্রভাইডার রা জানি আপনারা বুদ্ধিমান, এবছর এই কম্পানীর অফারে কিনে পরের বছর আরেক কম্পানীর অফারে যাবেন। যেহেতু জানি, সেহেতু আরেক ধাপ উপরে থাকা স্বাভাবিক, হু?
প্রতিবছর আইপি, স্পিড, পারফমেন্স, ডাউনটাইম চেঞ্জ হতে থাক, গুড লাক ইন গুগল সার্চ। এই ট্যাকটিক ফলো করে হিউজ ভিজিটর পাচ্ছেন এমন একজন হাত তুলুন তো।
*
আমার ধারনা এই অতি বুদ্ধিমান ক্লায়েন্ট দের কারনে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টার্টআপ ফেইল করে। সাইট বড় হয় না। আপনি আপনার নিজের সার্ভিস প্রভাইডার এর প্রতি লয়াল না, নিজে লয়্যাল ভিজিটর বেইজ আশা করেন কেমনে ! নিউটনের সুত্র মনে নাই?
4) প্রথম মাসে মান্থলী, তারপর লম্বা সময়ঃ
এটা আমি নিজে ফলো করি যেকোন সার্ভিস/সাবসক্রিপশন কেনার সময়। প্রথম মাসে সিম্পলী মাসিক একটা প্যাকেজ নিয়ে চালিয়ে দেখেন একমাস।
*
মনমত না হলে কম্পানী চেঞ্জ করেন। বাট যেটা ভালো লাগলো, সেটা লম্বা সময়ের জন্য নিয়ে নেন। ১ থেকে ৫ বছর পর্যন্ত নিতে পারেন। পাইকারী আরকি, এতে খরচ বেশ কমে যাবে।
*
যেকোন কম্পানী ই তাদের লং টাইম কাস্টমার/ক্লায়েন্ট দের পছন্দ করে, এক্সট্রা খাতির করে। আমি বিশ্বাস করি প্রতিজন ক্লায়েন্ট সেইম, তারপরেও, মাসে ২৫০ টাকা দেয়া ক্লায়েন্ট থেকে একসাথে ৫ বছরের বিল পে করা ক্লায়েন্ট এর প্রতি আমার দুর্বলতা থাকা স্বাভাবিক হিউম্যান ন্যাচার। এতে হিসেব করে দেখবেন খরচ বেশ কমে আসতেছে, এন্ড আপনার প্রভাইডার আপনারে একটু হলেও এক্সট্রা খাতির করতেছে।
বিদেশী মানেই ভালো, দেশী মানেই খারাপঃ
এইটা একটা মিথ। অফারে বা সস্তায় কিনেই এনারা ঠকেন। আপনাদের কোন ধারনাই নেই বাংলাদেশের ইন্টারনেট কতদুর এগিয়েছে। বাংলাদেশের বিশাল বিশাল নিউজপেপার সাইট এখন দেশে হোস্ট করা হয়, কয়দিন বন্ধ দেখেছেন?
*
দেশে যতগুলো রেপুটেটেড কম্পানী দেখেছেন, তাদের নামে বাজে রিপোর্ট চোখে পড়েছে? এইযে এটা তো একটা পাবলিক গ্রুপে লিখছি আমি। এখানের এডমিন রা কেউ পেইড না, তারা নেগেটিভ রিভিউ আসলে তা রিমুভ করে দেয়ার কোন কারন নাই, তাই না?
5) আনলিমিটেড বলে কিছু নাইঃ
নতুন টেলিস্কোপ টা আকাশে যাবার পর আর কয়েক বছর পর আমরা নোন ইউনিভার্সে গ্যালাক্সীর সংখ্যার ও একটা ধারনা পাব।
*
পৃথিবী বালুর কনাও আনলিমিটেড না, আর যদি একটা কম্পানীর পক্ষে আনলিমিটেড হোস্টিং স্পেস দেয়া সম্ভব হতো, বিশ্বাস করেন গুগল বছরে কোটি কোটি ডলার খরচ করতো না।
*
এরকম একটা হোস্টিং কিনেই ইউটিউব, গুগল, ব্লগার সব চালাইতো। এটা সুধুই একটা মিথ্যা, কুতসিত মিথ্যা। এই মিথ্যা যেসব কম্পানী বলে, সেটা দেশী হোক, বিদেশী হোক, আনলিমিটেড মানেই মিথ্যা।
6) সস্তার করুন অবস্থাঃ
টা আগেই লিখলাম। আমরা জানি নেমচিপ আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে। কিন্তু যে কম্পানী টা নামের মধ্যেই সস্তা লাগিয়ে রেখেছে, কি আশা করেন তাদের থেকে?
*
তারা আপনাকে প্রথমেই একটা মিথ্যে বলে "আনলিমিটেড", এটা কেনো ভুয়া আগেই বলেছি। ট্রিক নাম্বার দুই, তারা আপনাকে একটা সিপ্যানেল ই দিচ্ছে যেটায় রিসোর্স লিমিটেড, সেখানে যতগুলো খুশী এডন ডোমেইন লাগান, আমার সমস্যা নাই, সমস্যা আপনার। সবগুলো সাইট একটা ফিক্সড রিসোর্স থেকেই ইউজ করবে।
*
সো ভিজিটর একটু বাড়লে সবগুলো সাইটে সেটার প্রভাব পড়বেই। আপনার কম্পিউটার টার কথা চিন্তা করুন, সেখানে ক্রমের ১০ টা ট্যাব ওপেন, প্রিমিয়ার প্র তে ভিডিও রেন্ডার হচ্ছে, তারপর আপনি একটা AAA গেম খেলবেন।
*
কি আশা করেন ভাই সেখানে? পিসি রকেট গতিতে চলবে না ল্যাগাবে? সাইট কে ল্যাগাইতে দেন দুই সপ্তাহ, গুগল সার্চের প্রথম থেকে শেষে যেতে আর কিচ্ছু লাগবে না। একটা সিপ্যানেলে ম্যাক্স ২ টার বেশী সাইট ভুলেও হোস্ট করবেন না, পারলে একটাই। লং টার্মে সাকসেস পাবেন।
এইটা আপাতত লাস্ট পয়েন্ট, এরকম আরো লিখবো, বাট এটা রিস্ক ফ্রি থাকার রাস্তা। বিগিনার হলে আপনার লোকাল পেমেন্ট মেথড সাপোর্ট করে এমন কম্পানী থেকে নিন কয়েকশো টাকা বেশী লাগলেও।
*
একেকটা ওয়েবসাইট একেকজন মানুষের ড্রিম, বহু বছরের কষ্ট, যেখানে একটা লোকাল প্রভাইডার কে পে করতে এলাকার মোড়ে বা আপনার ফোন থেকেই পে করা সম্ভব, সেখানে কোন ইলিগ্যাল পেমেন্ট মেথডের আশ্রয় নেবেন না।
*
কাল আপনার বিক্যাশ একাউন্ট বন্ধ হোক, প্যারা নাই, বাসার সামনেই দোকান আছে। আপনার অবৈধ পেপাল গেলে? অথবা ভার্চুয়াল কার্ড গেলে তখন গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে বেরাবেন যে ভাই কেউ পে করে দেন ?
*
সে টাকা নিয়ে ব্লক করলে? ১/২ ডলারে কেনা ম্যাক্সিমাম ডোমেইন বন্ধ হয়ে যায় সিম্পলী দুই নাম্বার পেমেন্ট মেথড ইউজ করার কারনে। (সংগৃহীত আর্টিকেল)

Post a Comment

Previous Post Next Post