ফেসবুক পেজ লাইক বুস্টিং নিয়ে যত প্রশ্ন ও উত্তর
আজকের আর্টিকেলটি মূলত ফেসবুক পেজ বুস্টিং করা নিয়ে। আমরা বর্তমানে অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা করে থাকি। তাদের জন্যই কিছুটা তথ্যবহুল হবে আর্টিকেলটি।
নিচে কিছু প্রশ্ন আকারে উত্তর দিয়ে তথ্য শেয়ার করা হলো।
পেইজ প্রমোট কি? এবং এর উপকারিতা কি ?
উত্তরঃ প্রমোট হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে পেজের লাইক বাড়ানোর একটি প্রক্রিয়া। "পেইজ প্রমোট" করলে আপনার পেইজে লাইক আসবে এবং ফলোয়ার বাড়বে এটা করে আপনার পেজটি আরো বেশি নির্ভরযোগ্য মনে হবে।
সোজা কথা যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট করবেন।
বুস্টিং কি ? এবং এর উপকারিতা কি ?
উত্তরঃ বুস্টিং বলতে সাধারণত পোস্ট বুস্ট করা বুঝায় আর "পোস্ট বুস্ট" করলে আপনার পোস্ট এবং ছবি এনরিচ বাড়বে অর্থাৎ পেইজে নেই এমন মানুষও আপনার পোস্ট দেখতে পাবেন। প্রডাক্ট বেইজ কোন পোস্ট হলে তা বুস্ট করলে সেল অনেক গুন বৃদ্ধি পাবে।
প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ প্রমোট করা হয় পেজের লাইক বাড়ানোর জন্য আর বুষ্ট করা হয় পেইজের নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়ানোর জন্য বা বিক্রি বৃদ্ধি করার জন্য।
এছাড়া আর তেমন কোন পার্থক্য নেই।
পেজের লাইক কিভাবে বাড়ায়?
উত্তরঃ সাধারনত প্রমোট করেই পেজের লাইক বাড়ায়, তবে নিয়মিত ভালো কন্টেন্ট দিয়ে পেজের লাইক বাড়ানো যায় কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
প্রমোট করে পেজে লাইক আনলে তা কি রিয়েল হয়?
উত্তরঃ অবশ্যই রিয়েল হয় কারন এটা ফেসবুককে পেমেন্ট করে আনা হয়।
অনেকে এটাকে অটো লাইক মনে করেন। এটা সম্পূর্ন ভুল ধারনা। প্রমোট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে। ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।
➽পেমেন্ট সিস্টেম -
বিকাশ / রকেট / ব্যাংক এ্যাকাউন্ট - তিনটি মাধ্যম রয়েছে
বিকাশ এবং রকেটে পেমেন্ট করলে খরচ এড করতে হবে।
আরও বিস্তারিত জানতে আমাদের হটলাইনে কল করে জেনে নিতে পারেন।
হট লাইনঃ 01515620990
অথবা আপনার ফোন নাম্বারটি আমাদের দিতে ইনবক্সে দিতে পারেন আমরা আপনাকে কল করবো
অফিসে এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন -
ফেসবুক আইডি লিংক = ডিজিটাল আইটি সেবা
🏪 অফিসের ঠিকানাঃ দক্ষিণপাড়া, নদ্দাপাড়া, দক্ষিণখান, উত্তরা, ঢাকা ১২৩০
Post a Comment